Jalpaiguri Jalpesh Temple : শিবরাত্রির পুণ্যতিথিতে প্রাচীন জল্পেশ মন্দির ঘিরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী মেলা, তুঙ্গে প্রস্তুতি

Last Updated:

Jalpaiguri Jalpesh Temple : আগামী ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ময়নাগুড়ি জল্পেশ মেলা। ইতিমধ্যেই এই মেলা ঘিরে মন্দির কমিটির তৎপরতা তুঙ্গে।

জলপাইগুড়ি: প্রথা মেনে শিবরাত্রির দিন থেকেই রাজ্যের অন্যতম প্রাচীন মেলা জল্পেশ মন্দিরে (Jalpesh Temple) শুরু হতে চলেছে। আগামী ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ময়নাগুড়ি জল্পেশ মেলা। ইতিমধ্যেই এই মেলা ঘিরে মন্দির কমিটির তৎপরতা তুঙ্গে।
এই মেলা ও এই মন্দির এখন উত্তরবঙ্গে পর্যটকদের কাছে আকর্ষণীয়। কলকাতা ছাড়া অসম, ভুটান থেকেও অনেক ব্যবসায়ী মেলায় এসেছেন তাঁদের পসরা নিয়ে। মেলায় বসেছে লোকসঙ্গীতের আসরও। বলাবাহুল্য, উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা জল্পেশ মেলা। এই মেলায় প্রতিবছরই সমাগম হয় লক্ষাধিক পুণ্যার্থীর। করোনার কারণে গত দুবছর বন্ধ ছিল জল্পেশ মেলা। এ বছর ইতিমধ্যেই মন্দিরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। শুরু হয়েছে রং করার কাজ।
advertisement
আরও পড়ুন : আপনার রান্নাঘরে গ্যাসস্টোভ ঠিক আছে তো? বুঝবেন কী করে?
মন্দির কমিটি জানিয়েছে, প্রশাসনের নির্দেশ অনুযায়ী ১০ দিনই মেলা চলবে। নিরাপত্তার স্বার্থে মন্দিরের চারপাশে লাগানো ২০টি সিসিটিভি ক্যামেরা। মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক-সহ পুলিশও থাকবে। দু'রকমের টিকিট রয়েছে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে। ১০ টাকা ও ১০০ টাকার টিকিট। করোনার কারণে সকল পুণ্যার্থীদের মাস্ক পড়া-সহ সবরকম করোনাবিধি অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : এক টিকিটে কোটিপতি! এক বেলাতেই আমূল ভাগ্য পরিবর্তন দিনমজুরের
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়িতে ঐতিহ্যমণ্ডিত মন্দিরটির পাশেই রয়েছে জর্দা নদী। কারও কারও মতে, দশম শতকে মন্দিরটি গড়ে ওঠে। তবে ইতিহাসবিদরা বলেন, সপ্তদশ শতাব্দীতে যখন এই মন্দির নতুন ভাবে সংস্কার করা হয় সেই সময় থেকেই মন্দির চত্বরে মেলা শুরু হয় শিব চতুর্দশীতে। কোচবিহারের রাজা প্রাণ নারায়ণ ১৬৩২ থেকে ১৬৬৫ খ্রিস্টাব্দ এবং তার পুত্র মোদনারায়ণ ১৬৬৫ থেকে ১৬৮০ খ্রিস্টাব্দে এই মন্দির সংস্কার করেন বলে জানা যায়।
advertisement
( প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী)
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri Jalpesh Temple : শিবরাত্রির পুণ্যতিথিতে প্রাচীন জল্পেশ মন্দির ঘিরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী মেলা, তুঙ্গে প্রস্তুতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement