Jalpaiguri To Digha: উত্তরবঙ্গ থেকে দিঘার বাসে বিশেষ ছাড়! কখন কোথা থেকে ছাড়বে? কীভাবে বুকিং? জেনে নিন

Last Updated:

Jalpaiguri To Digha: উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র ভ্রমণ সুবিধা একদম হাতের মুঠোয়! পকেটে মাত্র ১৪৫০ টাকা থাকলেই এবার হবে পাহাড় থেকেই সোজা সমুদ্র দর্শন যাত্রা!

+
আধুনিক

আধুনিক বাসের ভাড়া কত দিঘা পর্যন্ত

জলপাইগুড়ি: উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র ভ্রমণ সুবিধা একদম হাতের মুঠোয়! পকেটে মাত্র ১৪৫০ টাকা থাকলেই এবার হবে পাহাড় থেকেই সোজা সমুদ্র দর্শন যাত্রা! বিশেষ কয়েকদিনের জন্যই রয়েছে এ সুবিধা, তাই আগেভাগেই বুকিং সেরে ফেলুন।
উত্তরবঙ্গ থেকে সমুদ্রের টানে বিলাসবহুল জলপাইগুড়ি-দিঘা এসি বাস পরিষেবা চালু করল রাজ্য পরিবহন বিভাগ। উত্তরবঙ্গের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তব রূপ নিল। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের উদ্যোগে আজ থেকে চালু হল জলপাইগুড়ি থেকে দীঘাগামী বিলাসবহুল এসি বাস পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে এই পরিষেবার সূচনা হয়েছে বলে জানিয়েছেন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।-
advertisement
আরও পড়ুন: সকাল ৬টার মধ্যে ছাড়তে হবে গ্যাংটক! পর্যটকদের জন্য জারি বিশেষ সরকারি নির্দেশিকা, হঠাৎ কি এমন হল সিকিমে!
এই নতুন বাস জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে পৌঁছাবে দীঘায়। প্রতিদিন বিকেল ৪ টেয় জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করে পরদিন সকাল ৮টার মধ্যে দীঘায় পৌঁছবে বাসটি।বাসে থাকছে আধুনিক এসি ব্যবস্থা, আরামদায়ক সিট, মোবাইল চার্জার পয়েন্ট ও বিনোদনের ব্যবস্থা। যাত্রীদের সুবিধার্থে থাকছে অনলাইন টিকিট বুকিংয়ের সুযোগও।
advertisement
advertisement
আরও পড়ুন: স্কুলের পিছু ছাড়ছে না হাতি! ১০ মাসে ৪ বার হানা দিল একই স্কুলে, আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা
শুরুতে যাত্রীদের জন্য থাকছে ভাড়ায় বিশেষ ছাড়—জলপাইগুড়ি থেকে দীঘা পর্যন্ত যাত্রা মাত্র ১৪৫০ টাকায়। এই ভাড়া ১৫ জুন পর্যন্ত প্রযোজ্য থাকবে। জলপাইগুড়ি থেকে কলকাতা  যাত্রাভাড়াও রাখা হয়েছে সাশ্রয়ী—মাত্র ১১৫০ টাকা। উত্তরবঙ্গের মানুষ এখন সমুদ্র দেখতে আর শুধু ট্রেনে নির্ভর নন। এসি বাসে চেপেই তারা পাড়ি দিতে পারবেন লাল বালির দিঘার পথে—আরাম, নিরাপত্তা আর ভরসা নিয়ে।এটা শুধুই একটি বাস পরিষেবা নয়, বরং উত্তরবঙ্গের মানুষদের জন্য এক নতুন যোগাযোগের সেতু।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri To Digha: উত্তরবঙ্গ থেকে দিঘার বাসে বিশেষ ছাড়! কখন কোথা থেকে ছাড়বে? কীভাবে বুকিং? জেনে নিন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement