রাতের অন্ধকারে ধুন্ধুমার 'অ্যাকশন'! পুলিশ-র্যাফের অভিযানে আটক ৮, জলপাইগুড়িতে হঠাৎ কী হল?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
র্যাফ, সাদা পোশাকের বাহিনীকে সঙ্গে নিয়ে রাতভর শহর ও সংলগ্ন এলাকা জুড়ে চলল অভিযান
জলপাইগুড়ি, শান্তনু করঃ জলপাইগুড়ি শহরে মাদক কারবার বন্ধ করতে তৎপর পুলিশ। একেবারে ‘রাফ অ্যান্ড টাফ’ কায়দায় জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় পুলিশ ও র্যাফের ধুন্ধুমার অপারেশন। ৮ জন আটক, ভেঙে দেওয়া হল একাধিক নেশার ঠেক।
গত রবিবার ড্রাগস মুক্ত এলাকা গড়ার ডাক দিয়ে জোট বাঁধেন জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দুই মাদক কারবারির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গেই মাদক কিনতে আসা ২০ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্টেশন রোড, দুই নম্বর ঘুমটি এলাকার বাসিন্দারা। পাড়া পাহারায় ৬০ জনের টিমও তৈরি করা হয় এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ দাহর সময় বৃষ্টি, আধপোড়া দেহ ফেলে দিয়ে গেল পরিবার! তারপর যা হল…! ক্যানিংয়ে হাড়হিম করা ঘটনা
এবার সেই পথেই অভিযানে নামল পুলিশ। র্যাফ, সাদা পোশাকের বাহিনীকে সঙ্গে নিয়ে রাতভর জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা জুড়ে চলল অভিযান। রাতের জলপাইগুড়িতে কার্যত ‘দাবাং’ রূপে পুলিশকে দেখা গেল। এদিন একাধিক নেশার ঠেক গুঁড়িয়ে দেন তাঁরা।
advertisement
advertisement
এই ধুন্ধুমার অভিযানে মোট ৮ জনকে আটকও করা হয়েছে। পুলিশের এহেন ‘অ্যাকশনে’ খুশি এলাকার বাসিন্দারা। নিয়মিত এখন থেকে অভিযান চলবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 11:44 AM IST