দাহর সময় বৃষ্টি, আধপোড়া দেহ ফেলে দিয়ে গেল পরিবার! তারপর যা হল...! ক্যানিংয়ে হাড়হিম করা ঘটনা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এদিন এলাকার বেশ কয়েকজন খালের উপর কিছু একটা পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখে সন্দেহ হয়। কাছে যেতেই তাঁরা আঁতকে ওঠেন
ক্যানিং, সুমন সাহাঃ খাল থেকে উদ্ধার হল এক মহিলার আধপোড়া দেহ। মৃতার নাম শীতলা সর্দার (৫৯)। বুধবার রাতে স্থানীয় মানুষজন খালের জলে মৃতদেহ ভাসতে দেখেন। পুলিশে খবর দিলে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ের বৈকুণ্ঠপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শীতলা। বুধবার তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা সেই মৃতদেহ সৎকার করতে স্থানীয় বৈকুণ্ঠপুর গ্রামের শ্মশানে নিয়ে যায়। দেহ দাহ করার সময় প্রচণ্ড বৃষ্টি এলে চিতার আগুন নিভে যায়। ফলে দেহ আধপোড়া অবস্থায় থাকে। সেই দেহ খালের জলে ফেলে দিয়ে চলে যায় শীতলার পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ ডাকে সাড়া নেই, তীব্র দুর্গন্ধ! প্রাক্তন অধ্যাপকের স্ত্রী-মেয়ের পচাগলা দেহ উদ্ধার, একসঙ্গে মৃত্যু কীভাবে?
এই প্রসঙ্গে স্থানীয় এক যুবক বলেন, এদিন এলাকার বেশ কয়েকজন খালের উপর কিছু একটা পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখে তাঁদের সন্দেহ হয়। কাছে যেতেই আঁতকে ওঠেন তাঁরা। সেখানে পড়ে থাকতে দেখা যায় এক মহিলার আধপোড়া মৃতদেহ। তাঁর শরীরের বেশ কিছু জায়গা অগ্নিদগ্ধ ছিল। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে হাজির হয় ক্যানিং থানার পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই যুবক বলেন, চারিদিকে যেভাবে এই ধরণের ঘটনা ঘটছে তাতে আমরা প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো কেউ বা কারা কাউকে খুন করে এভাবে ফেলে দিয়ে গিয়েছে। তবে পরে আস্তে আস্তে কী ঘটনা ঘটেছে জানতে পারি। ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 11:06 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দাহর সময় বৃষ্টি, আধপোড়া দেহ ফেলে দিয়ে গেল পরিবার! তারপর যা হল...! ক্যানিংয়ে হাড়হিম করা ঘটনা