Jalpaiguri News: রাত নামলেই 'আতঙ্ক', শহর সংলগ্ন চা-বাগানে ভয়, কে আসছে? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
সন্ধ্যা নামলেই আতঙ্ক নেমে আসে শ্রমিকদের মধ্যে। ডেঙ্গুয়াঝার চা-বাগানে রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে ভয়ানক এক প্রাণী
জলপাইগুড়ি: সন্ধ্যা নামলেই আতঙ্ক নেমে আসে শ্রমিকদের মধ্যে। ডেঙ্গুয়াঝার চা-বাগানে রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে ভয়ানক এক প্রাণী! ভয়ে ঘুম উড়েছে স্থানীয়দের। অন্ধকারের নামলেই ‘আতঙ্ক’ দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা। ডুয়ার্সের জঙ্গল পেরিয়ে এবার লেপার্ডের দেখা মিলছে শহরের দোরগোড়ায়! জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝার চা-বাগান সংলগ্ন এলাকায় রাত নামলেই ভয়। গত কয়েকদিন ধরে একাধিকবার দেখা গিয়েছে লেপার্ড! আতঙ্কিত এলাকার বাসিন্দা ও চা শ্রমিকরা। চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চা বাগান কর্তৃপক্ষেরও। বাগানের রাস্তা, কাঁচা ঘরের পাশ, এমনকি চা বাগানের ঝোপঝাড় থেকেও রাতে বেরিয়ে আসছে এই বন্য শিকারি।
অন্ধকার নামতেই আর বাইরে বার হতে সাহস পাচ্ছেন না চা-শ্রমিকরা। শিশুরা ভয়ে সন্ধ্যার আগেই বাড়িতে ঢুকে পড়ছে। আতঙ্কের ছায়া চা-বাগানজুড়ে। বাগান কর্তৃপক্ষ ইতিমধ্যেই বনদফতরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। বিশেষ করে রাতে নজরদারি, খাঁচা বসানোর পরিকল্পনার নিচ্ছে বাগান । এই ঘটনায় ফের একবার উঠে আসছে বন ও শহরের সীমানা লঙ্ঘনের বিপজ্জনক বাস্তবতা। মানুষ বন দখল করছে আর বন্যপ্রাণীও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঢুকে পড়ছে মানুষের দুনিয়ায়। প্রকৃতি ও মানব সমাজের এই সংঘাতের মাঝে জীবন বিপন্ন হচ্ছে নিরীহ মানুষদের। এখন দেখার, বনদফতর কত দ্রুত পদক্ষেপ নেয়।
advertisement
সুরজিৎ দে
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 4:59 PM IST
