Jalpaiguri News: বহুদিন বাদে ডুয়ার্সে ঝাঁকে ঝাঁকে 'হিমালয়ান ভালচার', খুশি পরিবেশপ্রেমীরা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
দীর্ঘসময় পর ঝাঁকে ঝাঁকে শকুন রেল লাইনের পাড়ে। 'হিমালয়ান ভালচার' দেখতে ভিড় জমাল সাধারণ মানুষ থেকে পর্যটকরা
জলপাইগুড়ি: দীর্ঘসময় পর ঝাঁকে ঝাঁকে শকুন রেল লাইনের পাড়ে। ‘হিমালয়ান ভালচার’ দেখতে ভিড় জমাল সাধারণ মানুষ থেকে পর্যটকরা। মালবাজার মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে যাওয়া রেল পথের ধারে একটি মৃত গবাদি পশুর দেহ ঘিরে একঝাঁক শকুনের ভুরিভোজের দৃশ্য দেখা গেল।খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বন বিভাগের বিশেষ স্কোয়াড। তবে শকুন দেখতে ভিড় জমালেও বিলুপ্ত প্রায় এই ‘হিমালয়ান ভালচার’-দের কোনওভাবেই বিরক্ত করেনি সাধারণ মানুষ।
দীর্ঘ সময় পর এত সংখ্যক শকুনের দেখা পাওয়ায় খুশি বন বিভাগ থেকে পরিবেশ কর্মীরা। ‘বার্ডস ওয়াচার্স সোসাইটি’র প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বপ্রিয় রাউত জানান, যে শকুনগুলি দেখা যাচ্ছে, সেইগুলি হিমালয়ান গ্রিফান বা হিমালয়ান ভালচার। ভারতবর্ষে ৯ টি প্রজাতির শকুন দেখতে পাওয়া যায়। এই শকুনগুলি মূলত হিমালয় পাহাড়ের উঁচুতে থাকে। শীতকালে এই প্রজাতির শকুন পাহাড়ের উঁচু থেকে কিছুটা সমতল জায়গায় নেমে আসে।”
advertisement
সুরজিৎ দে
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 4:51 PM IST

