Jalpaiguri News: খাবারের সন্ধানে বাড়ির উঠোনে দাঁতাল হাতি! দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা, দিনেদুপুরে ভয়ানক ঘটনা

Last Updated:

Jalpaiguri News: ভরদুপুরে একটি বাড়িতে ঢুকে পড়ে এই হাতিটি। দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টাও করে। এহেন ঘটনায় দিশেহারা এলাকাবাসী।

বাড়ির উঠোনে দাঁতাল হাতি
বাড়ির উঠোনে দাঁতাল হাতি
বিন্নাগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ খাবারের সন্ধানে একেবারে বাড়ির উঠোনে হাজির দলছুট দাঁতাল হাতি। ভরদুপুরে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও করে। জলপাইগুড়ির বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাঁকোয়াঝোড়া নেপালি বস্তি অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, সম্প্রতি হাতির হানার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবার একেবারে ভরদুপুরে একটি বাড়িতে ঢুকে পড়ে এই হাতিটি। দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টাও করে। এহেন ঘটনায় দিশেহারা এলাকাবাসী। তাঁরা নিজেরাই আগুন দিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। ইতিমধ্যেই ভয়ানক সেই ছবি ভাইরাল হয়েছে।
আরও পড়ুনঃ ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল বালি বোঝাই ডাম্পার! শোরগোল এলাকায়, উঠছে একাধিক প্রশ্ন
অন্যদিকে আবার গতকাল রাতে হাতির সামনে পড়ে যান স্থানীয় এক যুবক। কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। বিষয়টি নিয়ে তৎপর হয়েছে বন দফতর। দিনেদুপুরে বাড়ির উঠোনে এভাবে হাতি চলে আসার ঘটনা বিরল বলে দাবি করছেন স্থানীয় মানুষজন।
advertisement
advertisement
প্রসঙ্গত, খাবারের সন্ধানে গজরাজদের লোকালয়ে প্রবেশের ঘটনা এই প্রথম নয়। সাম্প্রতিক অতীতেও রাজ্যের নানা প্রান্তে দেখা গিয়েছে এই ছবি। তবে একেবারে প্রকাশ্য দিবালোকে বাড়ির উঠোনে হাতি চলে আসার ঘটনা বিরল বলে দাবি স্থানীয়দের। বিষয়টি নিয়ে তৎপর হয়েছে বন দফতর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: খাবারের সন্ধানে বাড়ির উঠোনে দাঁতাল হাতি! দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা, দিনেদুপুরে ভয়ানক ঘটনা
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement