ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল বালি বোঝাই ডাম্পার! শোরগোল এলাকায়, উঠছে একাধিক প্রশ্ন

Last Updated:

ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল ডাম্পার। রীতিমতো মুখ গুঁজে গাড়িটি নদীতে পড়ে। প্রশ্ন উঠছে কীভাবে নিষেধাজ্ঞা সত্ত্বেও বালি নিয়ে যাচ্ছিল ডাম্পারটি

দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার
দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার
রকি চৌধূরী, মাটিয়ালি, জলপাইগুড়ি: ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল ডাম্পার। রীতিমতো মুখ গুঁজে গাড়িটি নদীতে পড়ে। এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। কেননা যে জায়গায় ঘটনাটি ঘটেছে, ঠিক তার কিছুদূরেই রয়েছে বসতি।
নদী ব্রিজের রেলিং ভেঙে এমন দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মাটিয়ালিতে। চালসার কুর্তি নদীর সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে ডাম্পারটি। বরাত জোরে প্রাণে বাঁচলেন পথচারীরা, আহত গাড়ির চালক ও খালাসি। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর ৪টে নাগাদ। চালসা দিক থেকে মালবাজারের দিকে একটি ডাম্পার দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল, সেই সময় এক হাতে চালক ফোন নিয়ে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
advertisement
advertisement
ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোতে নিয়ন্ত্রণ হারিয়ে জলপাইগুড়ির কুর্তি নদীর উপরে থাকা সেতুতে ধাক্কা মারে এরপর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় সেই ডাম্পারটি। যদি আর কিছুটা আগেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেত তাহলে রাস্তার পাশে থাকা বাড়ির ভেতরে ঢুকে পড়তে পারত। বহু মানুষের প্রাণ যেত বলে দাবি স্থানীয়দের।
advertisement
এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটলি থানার পুলিশ। তবে প্রশ্ন উঠছে কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বন্ধ হয়নি নদী থেকে বালি উত্তোলন। তার সফরকালেও চলছে রাতে অন্ধকারে বালি পাচার। সমস্ত সরকারি বালি দান এবং বেআইনিভাবে বালি উত্তোলনের উপরে নিষেধাজ্ঞা রয়েছে মুখ্যমন্ত্রীর ও প্রশাসনের। তারপরেও রাত হতেই ডাম্পারের দাপাদাপি চলছে এই এলাকা দিয়ে, প্রশ্ন তুলছেন এলাকাবাসী। অভিযোগ, রাত ১০টার পর থেকেই শুরু হয় বেআইনিভাবে বালি নিয়ে ডাম্পারের দাপাদাপি এই এলাকা দিয়ে। আর দ্রুত গতিতে যাওয়ার কারণেই ঘটেছে দুর্ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল বালি বোঝাই ডাম্পার! শোরগোল এলাকায়, উঠছে একাধিক প্রশ্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement