Durga Puja 2025: পাড়ায় বসেই হবে দেশ-বিদেশ ভ্রমণ! ডবল মজা বাসিন্দাদের, জানুন হচ্ছেটা কী জলপাইগুড়িতে

Last Updated:

একপাশে ইতালির ভ্যাটিকান সিটির প্রতিরূপ, অন্যপাশে স্বর্ণময় গোল্ডেন টেম্পল। যেন একই পাড়ায় দাঁড়িয়েই দর্শকরা দেখতে পাবেন দুই ভিন্ন জগতের ছোঁয়া।

+
দুর্গাপুজোর

দুর্গাপুজোর থিম ভ্যাটিকান সিটি ও গোল্ডেন টেম্পল

জলপাইগুড়ি, সুরজিৎ দে: একই পাড়ায় দুই ভিন্ন গল্প! পাতকাটা কলোনির দুর্গাপুজোয় দর্শনার্থীদের আগাম কৌতুহল তুঙ্গে। হাতে গোনা আর ক’দিন বাদেই দুর্গাপুজো। পাতকাটা কলোনির পাড়ায় পুজো প্রস্তুতি চলছে জোরকদমে।  একই এলাকায় দুই ক্লাব, অগ্ৰণী সংঘ ও পাটকাটা কালচারাল ক্লাব। দুই ভিন্ন গল্প নিয়ে, ভিন্ন রূপে সাজাচ্ছে মণ্ডপ।
একপাশে ইতালির ভ্যাটিকান সিটির প্রতিরূপ, অন্যপাশে স্বর্ণময় গোল্ডেন টেম্পল। যেন একই পাড়ায় দাঁড়িয়েই দর্শকরা দেখতে পাবেন দুই ভিন্ন জগতের ছোঁয়া। অগ্ৰণী সংঘ ক্লাবের ৬৮তম বর্ষে এবার পুরো মণ্ডপ গড়ে উঠছে কেবল বাঁশ দিয়ে। প্লাস্টিক ও থার্মোকলকে না বলার বার্তাই তাঁদের থিম। পুজো কমিটির কোষাধ্যক্ষ পরিমল চাকি বলেন, “আমাদের পুজোমণ্ডপটি ভ্যাটিকান সিটির আদলে তৈরি হচ্ছে। পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিক ও থার্মোকল এড়িয়ে কেবল বাঁশ ব্যবহার করছি।” বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। দর্শনার্থীদের ভিড় সামলাতে চতুর্থীতেই হবে উদ্বোধন। পুজোর পাশাপাশি বস্ত্রদান ও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।
advertisement
advertisement
অন্যদিকে, জলপাইগুড়ির পাতকাটা কলোনি কালচারাল ক্লাব সাজাচ্ছে একেবারে আলাদা রূপে। তাঁদের মণ্ডপে থাকছে গোল্ডেন টেম্পলের ছোঁয়া। বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হবে সাজসজ্জা। দর্শনার্থীরা তাই একই এলাকায় পেয়ে যাবেন ভিন্ন শিল্পরূপ ও ভিন্ন আঙ্গিকের এক সাংস্কৃতিক ছোঁয়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সকাল থেকেই দুই মণ্ডপেই দেখা গেল তৎপরতা। শিল্পীরা কেউ রং তুলিতে ব্যস্ত, কেউ প্রতিমার গয়না বা সাজসজ্জা শেষ করতে ব্যস্ত। এক দর্শনার্থীর কথায়, “এবার তো বাড়ির পাড়ায় বিদেশ ভ্রমণের স্বাদ মিলবে। একদিকে ভ্যাটিকান সিটি, অন্যদিকে গোল্ডেন টেম্পল। উৎসবের আনন্দ আরও বাড়বে।” একই পাড়ার দুই পুজোকে ঘিরে উন্মাদনা ইতিমধ্যেই চরমে। দুর্গোৎসবের আগেই যেন আলোর মেলা নেমেছে পাতকাটা কলোনির রাস্তায়!
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: পাড়ায় বসেই হবে দেশ-বিদেশ ভ্রমণ! ডবল মজা বাসিন্দাদের, জানুন হচ্ছেটা কী জলপাইগুড়িতে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement