খেলা ঘুরে গেল শুভেন্দু গড়ে! ২৬ এর ভোটের আগে ৯ এ ৯ তৃণমূল! ধরাশায়ী বিজেপি-বাম
- Published by:Madhab Das
- local18
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুর যেন বিজেপির গড় হয়ে উঠেছিল। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা, বিভিন্ন সমবায় সমিতির নির্বাচন, সবেতেই বিজেপি মাথাচাড়া দিয়ে উঠছিল।
ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিক: আর মাত্র কয়েকটা মাস তারপরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই রাজনৈতিক দলগুলি নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রূপরেখা তৈরি করা হচ্ছে কীভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ময়দানে নামবে। তবে এসবের মধ্যেই শুভেন্দু গড়ে রীতিমতো ধরাশায়ী হতে দেখা গেল রাজ্যের বিরোধী দল বিজেপিকে।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুর যেন বিজেপির গড় হয়ে উঠেছিল। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা, বিভিন্ন সমবায় সমিতির নির্বাচন, সবেতেই বিজেপি মাথাচাড়া দিয়ে উঠছিল। তবে এবার ওই একই জেলায় ৯ এ ৯ পেয়ে বিরাট জয় পেল তৃণমূল, অন্যদিকে খাতায় খুলতে পারল না বিজেপি এবং বামেরা।
advertisement
আরও পড়ুন: অ্যাডমিট পায়নি একই স্কুলের ৫৮ পরীক্ষার্থী! নড়েচড়ে বসল পর্ষদ, তারপর…! উচ্চমাধ্যমিক দিতে পারল কি তারা?
advertisement
গতকাল অর্থাৎ শুক্রবার ছিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। যে নির্বাচনের ফলাফল বের হতেই দেখা যায় এখানকার সবকটি আসনেই জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বিপুল ভোটে তাদের জয়লাভের পাশাপাশি বিরোধী বিজেপি কিংবা বাম কেউই খাতা খুলতে পারেনি। শুভেন্দু গড়ে এমন বিরাট জয়ের পর জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। বিজয় মিছিলের পাশাপাশি আবির খেলে অকাল হোলিতেও মত্ত হতে দেখা যায় সবাইকে।
advertisement
এই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে যে সকল তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন তারা হলেন অতুলচন্দ্র পাল, বিশ্বজিৎ মান্না, চয়ন কুমার মন্ডল, দিলীপ কুমার মান্না, গৌড় হরি ভৌমিক, মদনমোহন পাড়িয়া, ইন্দ্রানী মাইতি, রিনা রানী দাস এবং বিমল মন্ডল। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে তাদের এই জয় এলাকার তৃণমূলের শক্তি বৃদ্ধির পাশাপাশি কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 12:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খেলা ঘুরে গেল শুভেন্দু গড়ে! ২৬ এর ভোটের আগে ৯ এ ৯ তৃণমূল! ধরাশায়ী বিজেপি-বাম