Python: খিদের চোটে আস্ত ছাগল গিলল অজগর! তারপর আর দেখে কে! হারাল নড়াচড়ার ক্ষমতা, সাহায্যে ছুটে এলেন বন কর্মীরা

Last Updated:
Python: চিতাবাঘের পর এবার অজগরের  আতঙ্ক টন্ডু চা বাগানে। নাগরাকাটা ব্লকের টন্ডু চা বাগানের ১৫ নম্বর সেকশন থেকে প্রায় ১২ ফুট  লম্বা অজগর সাপ উদ্ধার।
1/6
নাগরাকাটা, জলপাইগুড়ি, রকি চৌধূরী: চিতাবাঘের পর এবার অজগরের  আতঙ্ক টন্ডু চা বাগানে। নাগরাকাটা ব্লকের টন্ডু চা বাগানের ১৫ নম্বর সেকশন থেকে প্রায় ১২ ফুট  লম্বা অজগর সাপ উদ্ধার।
নাগরাকাটা, জলপাইগুড়ি, রকি চৌধূরী: চিতাবাঘের পর এবার অজগরের  আতঙ্ক টন্ডু চা বাগানে। নাগরাকাটা ব্লকের টন্ডু চা বাগানের ১৫ নম্বর সেকশন থেকে প্রায় ১২ ফুট  লম্বা অজগর সাপ উদ্ধার।
advertisement
2/6
শনিবার সকালে দেখা যায় বিশাল এক অজগর আস্ত একটি ছাগলকে গিলে খাচ্ছে। ঘটনাটি প্রত্যক্ষ করেন টন্ডু লাইনের চা শ্রমিকরা। মুহূর্তে আতঙ্কের পাশাপাশি ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকে ভিড় জমিয়ে অজগরের সেই দৃশ্য দেখতে থাকেন।
শনিবার সকালে দেখা যায় বিশাল এক অজগর আস্ত একটি ছাগলকে গিলে খাচ্ছে। ঘটনাটি প্রত্যক্ষ করেন টন্ডু লাইনের চা শ্রমিকরা। মুহূর্তে আতঙ্কের পাশাপাশি ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকে ভিড় জমিয়ে অজগরের সেই দৃশ্য দেখতে থাকেন।
advertisement
3/6
এর আগে মাঝেমধ্যেই চিতাবাঘ চা বাগান সংলগ্ন এলাকা থেকে গরু ছাগল সহ গবাদি পশু শিকার করে নিয়ে যাওয়ায় গ্রামবাসীরা ভয়ে ছিলেন। তার ওপর এবার অজগরের হানায় আতঙ্ক আরও বেড়েছে।
এর আগে মাঝেমধ্যেই চিতাবাঘ চা বাগান সংলগ্ন এলাকা থেকে গরু ছাগল সহ গবাদি পশু শিকার করে নিয়ে যাওয়ায় গ্রামবাসীরা ভয়ে ছিলেন। তার ওপর এবার অজগরের হানায় আতঙ্ক আরও বেড়েছে।
advertisement
4/6
খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘ চেষ্টার পর অবশেষে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান তারা।
খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘ চেষ্টার পর অবশেষে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান তারা।
advertisement
5/6
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সাপটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলেই তাকে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সাপটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলেই তাকে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
6/6
স্থানীয়দের অভিযোগ, একের পর এক চিতাবাঘ ও অজগরের শিকার তাণ্ডবে তাঁদের গৃহপালিত পশুর নিরাপত্তা মারাত্মকভাবে সঙ্কটের মুখে পড়েছে। ফলে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন টন্ডু চা বাগান এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক চিতাবাঘ ও অজগরের শিকার তাণ্ডবে তাঁদের গৃহপালিত পশুর নিরাপত্তা মারাত্মকভাবে সঙ্কটের মুখে পড়েছে। ফলে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন টন্ডু চা বাগান এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
advertisement