HS Exam 2025: অ্যাডমিট পায়নি একই স্কুলের ৫৮ পরীক্ষার্থী! নড়েচড়ে বসল পর্ষদ, তারপর...! উচ্চমাধ্যমিক দিতে পারল কি তারা?
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
West Bengal WBCHSE HS Class 12th Exam 2025: শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। তবে এডুকেশন বিভাগের অ্যাডমিট কার্ড না পেয়ে হতাশ হয়ে পড়েন ৫৮ জন পরীক্ষার্থী।
বহরমপুর, কৌশিক অধিকারী: শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। তবে এডুকেশন বিভাগের অ্যাডমিট কার্ড না পেয়ে হতাশ হয়ে পড়েন ৫৮ জন পরীক্ষার্থী। পরীক্ষার ২৪ ঘন্টা আগেই হৈ চৈ পড়ে যায় এই ঘটনায়। যদিও পরীক্ষা দিতে পারল ছাত্রীরা। উচ্চ মাধ্যমিক পর্ষদের হস্তক্ষেপে শুক্রবার এডুকেশন পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা। অ্যাডমিট নিয়ে পরীক্ষার সময় সমস্যা হচ্ছে দেখে স্কুলের সভাপতি জয়দেব ঘটককে বিষয়টি জানান। উনিই আবার বিষয়টি কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে জানান। তারপর সমস্যার সমাধান হয়। এই ঘটনায় তলব করা হল প্রধান শিক্ষিকাকে, জানালেন পর্ষদ সভাপতি।
এই ঘটনা সামনে আসতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মুর্শিদাবাদ সফরে আসেন। বহরমপুরে তিনি বলেন, “কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনাটি অত্যন্ত বাজে একটি ঘটনা। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এটা চরমতম অন্যায় একটি কাজ। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ডেকে পাঠিয়েছি। অবশ্যই কেন এমন ঘটনা ঘটেছে তার কারণ জানাতে হবে। ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের রেজিষ্ট্রেশন। ওই পরীক্ষার্থীরা একাদশ শ্রেণির পরীক্ষা দিয়ে পাশ করে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এমন ভুল কেন? এর দায় স্কুল কর্তৃপক্ষের। উপযুক্ত কারণ দেখাতে না পারলে পর্ষদ আইন মেনে ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই শোকজের জবাব চাওয়া হয়েছে।
advertisement
advertisement
মুর্শিদাবাদের ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অদিতি সিংহরায় জানিয়েছেন, “আমরা বিষয়টি জানার পরেই পর্ষদের সঙ্গে যোগাযোগ করেছি। সমস্ত নথিও দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কেন এমনটা হয়েছে সেটা আমি জানিনা। আমাকে পর্ষদ সভাপতি ডাকলে আমি অবশ্যই যাব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুল সূত্রে জানা যায়, ওই স্কুলের ৯১ জন পরীক্ষার্থী এডুকেশন বিষয় আছে। তাদের মধ্যে ৩৩ জনের অ্যাডমিট কার্ড আসে। ৫৮ জন অ্যাডমিট কার্ডে এডুকেশন পরীক্ষারার উল্লেখ ছিল না। যদিও তারা পরীক্ষা দিয়েছে পর্ষদের হস্তক্ষেপে। আগামী ২৩ সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড আপডেট করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 11:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
HS Exam 2025: অ্যাডমিট পায়নি একই স্কুলের ৫৮ পরীক্ষার্থী! নড়েচড়ে বসল পর্ষদ, তারপর...! উচ্চমাধ্যমিক দিতে পারল কি তারা?

