Migratory Birds: 'অতিথি দেব ভব'! শুধু মানুষ নয়, এবার পরিযায়ী পাখিদেরও রক্ষাকর্তা পুলিশ! জলপাইগুড়িতে কি করল জানলে স্যালুট জানাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
তিস্তা পাড়ের অতিথিদের পাহারায় মোতায়েন জলপাইগুড়ি জেলা পুলিশ
জলপাইগুড়ি: তিস্তা পাড়ের অতিথিদের পাহারায় মোতায়েন জলপাইগুড়ি জেলা পুলিশ! কাদের এভাবে কড়া পাহারা দিচ্ছে পুলিশ! ভেবে অবাক হচ্ছেন? আসলে জলপাইগুড়ির তিস্তা পাড়ে এখন অতিথি পাখিদের জমজমাট ভিড়, আর সেই পাখিদের পাহারায় রয়েছে খোদ পুলিশ।
এখন তিস্তা ও করলার ধারে ডানা মেলে উড়ছে নানা জাতের পরিযায়ী পাখিরা। সুদূর দেশ থেকে হাজার হাজার মাইল উড়ে এসে জলপাইগুড়ির এই দুই নদীর পারে ভিড় করেছে তারা। শহরবাসীর কাছে এ যেন এক অন্যরকম উৎসব—পাখিদের কলরবে সকাল বিকেল মুখরিত হয়ে ওঠে করলা-তিস্তার পাড়। এই প্রাকৃতিক সৌন্দর্য ও পাখিদের নিরাপত্তা রক্ষায় এবার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ।
advertisement
advertisement
সকাল-সন্ধ্যা নদী পাড়ে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। লক্ষ্য একটাই—এই অতিথি পাখিদের কেউ যেন বিরক্ত না করে, কেউ যেন ক্ষতি না করে। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জুবলি পার্কে বসানো হয়েছে এক তথ্য বোর্ড, যেখানে জলপাইগুড়িতে আগত বিভিন্ন প্রজাতির পাখিদের ছবি ও তথ্য তুলে ধরা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে বাড়ছে সচেতনতা ও পাখি সংরক্ষণের প্রতি আগ্রহ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, শুধু বিদেশি নয়, দেশীয় কিছু পাখিও তিস্তা-করলার ধারে আসে। এদের সকলের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাঁদের অগ্রাধিকার। এক পুলিশ সদস্যের কথায়, “ওরা আমাদের অতিথি। ওদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। মানুষ যেন জানে, জলপাইগুড়ি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, অতিথি পাখিদেরও এক আশ্রয়স্থল।” প্রকৃতি ও প্রাণী সংরক্ষণের এই সম্মিলিত চেষ্টায় এক নতুন নজির গড়ছে জলপাইগুড়ি।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 2:17 PM IST
