Jalpaiguri News: ৯৫ হাজার কৃষকের মুখে হাসি! অবিশ্বাস্য কাজ করে রাজ্যে সেরা একসময় ধুঁকতে থাকা এই ব্যাঙ্ক
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
৯৫ হাজার কৃষকের মুখে হাসি ফুটিয়ে রাজ্য সেরা এই ব্যাঙ্ক
জলপাইগুড়ি: ৯৫ হাজার কৃষকের মুখে হাসি ফুটিয়ে রাজ্য়ে সেরা এই ব্যাঙ্ক! নজির গড়ল জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। কেন কৃষকেরা খুশি জানেন? একসময় যে ব্যাঙ্ক ছিল ধুঁকতে থাকা প্রতিষ্ঠানের তালিকায়, আজ সে-ই রচনা করল অনন্য ইতিহাস। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক এবার রাজ্য সেরা। কৃষিঋণ বিতরণের নিরিখে এই সাফল্য এসেছে—৯৫ হাজার কৃষকের মধ্যে প্রায় ২০০ কোটি টাকার ঋণ বণ্টন করে নজির গড়েছে এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান।
১০৬ বছরের পথ চলায় এই প্রথম এমন অভাবনীয় সাফল্যের স্বাদ পেল ব্যাঙ্ক। শুধু জলপাইগুড়ি নয়, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার কিছু অংশের কৃষকরাও উপকৃত হয়েছেন এই ঋণ থেকে। কৃষকদের মুখে হাসি ফোটাতে পারায় এখন এই ব্যাঙ্কের প্রধান লক্ষ্য।
advertisement
advertisement
ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “২০২৪-২৫ অর্থবর্ষে লক্ষ্যমাত্রার চেয়ে ১১০ শতাংশ বেশি ঋণ বণ্টন করতে পেরেছি আমরা। এটা আমাদের দলের যৌথ প্রচেষ্টার ফল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজ আমরা এই শিখরে পৌঁছেছি।” এক সময় যার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই সমবায় ব্যাঙ্ক আজ উত্তরবঙ্গের গর্ব। কৃষকদের মুখে হাসি ফোটানোই যখন সাফল্যের মাপকাঠি, তখন এই ব্যাঙ্ক নিঃসন্দেহে তার পরীক্ষায় উত্তীর্ণ। মুখে হাসি ফুটেছে কৃষকদেরও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঋণ পাওয়ার পর এক কৃষক বলেন, “আগে এত সহজে ঋণ পেতাম না। এখন সময়মত টাকা পাই, ফলন ভাল হলে অনেকটাই স্বস্তি থাকে।” রাজ্য সেরা হওয়ার এই গর্ব শুধু ব্যাঙ্কের নয়, বরং গোটা উত্তরবঙ্গের। কারণ এই ব্যাঙ্কের সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার কৃষকের আশা, স্বপ্ন ও ভবিষ্যতের গল্প।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 05, 2025 3:42 PM IST
