Jalpaiguri News: পহেলগাঁওয়ের ঘটনার জের! এবার বাংলাদেশ সীমান্তে কঠিন পদক্ষেপ নিল রেল
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বাংলাদেশ সীমান্তবর্তী রেলপথে কড়া নজরদারি চালাল রেল
জলপাইগুড়ি: বাংলাদেশ সীমান্তবর্তী রেলপথে কড়া নজরদারি চালাল রেল। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর উত্তরবঙ্গে রেলের সুরক্ষা নিয়ে নড়েচড়ে বসল উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেলের জিআরপি-র তরফে জলপাইগুড়ির পাহাড়পুরের কাছে তিস্তা রেলসেতু থেকে কোচবিহারের চ্যাংরাবান্দা পর্যন্ত। তিস্তা নদীর রেলসেতু থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত প্রায় ৪০ কিমি রেলপথ জুড়েই পায়ে হাঁটা, ট্রলি ভ্যানে এবং রেললাইনের ধার দিয়ে চলে যাওয়া রাস্তায় গাড়িতে করে নজরদারি চালাল আরপিএফ জওয়ানেরা।
অতীতে কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশন এবং আলফার মত জঙ্গি সংগঠনের উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গে ঘনঘন নাশকতার কারণে রেলপথে কড়া নজরদারি চালানো হত৷ পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হানার ঘটনা থেকে বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতিতে সতর্কমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রেল দফতর।বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী রেললাইন ও রেল স্টেশন, রেল সেতুতে নজরদারি বাড়ানো হয়েছে। আরপিএফ থেকে নজরদারি করা হয়েছে তিস্তা রেলসেতু থেকে চ্যাংরাবান্দা পর্যন্ত বলে আরপিএফের ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান।
advertisement
advertisement
এদিন জলপাইগুড়ি রোড স্টেশন ও চ্যাংরাবান্দা স্টেশনে যাত্রীবাহী ট্রেনেও তল্লাশি চালায় আরপিএফ। এমনকি তিস্তার উপর রেলসেতু থেকে চ্যাংরাবান্দার মধ্যে থাকা ছোট ছোট কালভার্ট, ছোট ঝোড়ার উপর থাকা ছোট সেতুর নিচে, রেললাইনে নজরদারি ও টহল দিয়েছে আরপিএফ। সন্দেহজনক ব্যাগ, রেললাইনের ধারে পড়ে থাকে বিভিন্ন সন্দেহজনক সামগ্রীকে তুলে এনে পরীক্ষা করে আপাতত কিছুই পায়নি আরপিএফ।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 05, 2025 2:39 PM IST
