Jalpaiguri News: পহেলগাঁওয়ের ঘটনার জের! এবার বাংলাদেশ সীমান্তে কঠিন পদক্ষেপ নিল রেল

Last Updated:

বাংলাদেশ সীমান্তবর্তী রেলপথে কড়া নজরদারি চালাল রেল

+
কড়া

কড়া নজরদারি টহলদারি রেল পুলিশের

জলপাইগুড়ি: বাংলাদেশ সীমান্তবর্তী রেলপথে কড়া নজরদারি চালাল রেল। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর উত্তরবঙ্গে রেলের সুরক্ষা নিয়ে নড়েচড়ে বসল উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেলের জিআরপি-র তরফে জলপাইগুড়ির পাহাড়পুরের কাছে তিস্তা রেলসেতু থেকে কোচবিহারের চ্যাংরাবান্দা পর্যন্ত।‌ তিস্তা নদীর রেলসেতু থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত প্রায় ৪০ কিমি রেলপথ জুড়েই পায়ে হাঁটা, ট্রলি ভ্যানে এবং রেললাইনের ধার দিয়ে চলে যাওয়া রাস্তায় গাড়িতে করে নজরদারি চালাল আরপিএফ জওয়ানেরা।
অতীতে কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশন এবং আলফার মত জঙ্গি সংগঠনের উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গে ঘনঘন নাশকতার কারণে রেলপথে কড়া নজরদারি চালানো হত৷ পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হানার ঘটনা থেকে বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতিতে সতর্কমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রেল দফতর।বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী রেললাইন ও রেল স্টেশন, রেল সেতুতে নজরদারি বাড়ানো হয়েছে। আরপিএফ থেকে নজরদারি করা হয়েছে তিস্তা রেলসেতু থেকে চ্যাংরাবান্দা পর্যন্ত বলে আরপিএফের ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান।
advertisement
advertisement
এদিন জলপাইগুড়ি রোড স্টেশন ও চ্যাংরাবান্দা স্টেশনে যাত্রীবাহী ট্রেনেও তল্লাশি চালায় আরপিএফ। এমনকি তিস্তার উপর রেলসেতু থেকে চ্যাংরাবান্দার মধ্যে থাকা ছোট ছোট কালভার্ট, ছোট ঝোড়ার উপর থাকা ছোট সেতুর নিচে, রেললাইনে নজরদারি ও টহল দিয়েছে আরপিএফ। সন্দেহজনক ব্যাগ, রেললাইনের ধারে পড়ে থাকে  বিভিন্ন সন্দেহজনক সামগ্রীকে তুলে এনে পরীক্ষা করে আপাতত কিছুই পায়নি আরপিএফ।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: পহেলগাঁওয়ের ঘটনার জের! এবার বাংলাদেশ সীমান্তে কঠিন পদক্ষেপ নিল রেল
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement