Jalpaiguri News: টক দই, ভাত, মাংস, বিস্কুট! গরমে ‘পিকু-পটল’-দের শরীর যাতে খারাপ না হয়, রোজ এসব খাবার দিচ্ছেন গোপা ম্যাডাম
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
‘পিকু-পটল’-এর জন্য ভালবাসার বাটি নিয়ে আসেন এই শিক্ষিকা!
জলপাইগুড়ি: গরমে রোদের ঝলকানিতে চারপাশে ঘুরে বেড়ানো ‘পিকু-পটল’-এর জন্য ভালবাসার বাটি নিয়ে আসেন এই শিক্ষিকা! বুঝলেন না তো? তীব্র রোদের তাপে যখন মানুষ নিজেকে বাঁচাতেই ব্যস্ত, তখন জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা গোপা রায়, প্রতি সকাল-বিকেল সঙ্গে করে নিয়ে আসেন কয়েক বাটি খাবার। উদ্দেশ্য একটাই—পথকুকুরদের যেন একবেলা খালি পেটে ঘুরতে না হয়।
‘কটকটি’, ‘পিকু’, ‘পটল’, আর ‘পুতুল’—এই নামগুলো শুনলে অনেকেরই মনে হতে পারে হয়ত কোন ছাত্রছাত্রীর ডাকনাম। কিন্তু এরা আসলে কলেজের আশেপাশে ঘোরাফেরা করা কিছু পথকুকুর। বর্তমানে মানুষ যেখানে নিজেকে নিয়েই ব্যস্ত, সেখানে ওদের জন্য ভাবার মানুষের সংখ্যা মাত্র গুটি কয়েক। কিন্তু, এই গোপা ম্যাডামের কাছে এরা পরিবারেরই অংশ। সেই পরিবারের খেয়াল রাখতে রোজ টক দই, ভাত, মাংস, বিস্কুট থেকে শুরু করে নানা খাবার নিয়ে আসেন তিনি।
advertisement
আরও পড়ুন: শুরু হচ্ছে নতুন প্রকল্প, বিশ্ব উষ্ণায়নের থাবা পড়বে না উত্তরবঙ্গে! বড় পদক্ষেপ জাপানি সংস্থার
advertisement
গরমে যাতে এদের গা ঠান্ডা থাকে, তাই দই-এর পরিমাণ একটু বেশি থাকেই। কলেজে ঢোকার আগেই তিনি বাটিতে করে খাবার দিয়ে যান ওদের জন্য। অনেকে দেখলেও নীরবে এগিয়ে যান, কিন্তু গোপা রায় জানেন, ভালবাসা দিলে ভালবাসাই ফিরে আসে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একজন শিক্ষিকার এমন মানবিক উদ্যোগ এখন কলেজ পেরিয়ে ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। ছাত্রছাত্রীরাও ধীরে ধীরে এই কাজের অংশ হতে চাইছে। মানুষ আর প্রাণীর সম্পর্ক যে স্নেহের বাঁধনে গাঁথা হতে পারে, গোপা ম্যাডামের কাজ তার এক নিখুঁত উদাহরণ।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 2:51 PM IST
