Malda News: স্যাটেলাইট আই ওটি, উন্নতমানের এক্সরে...! এবার সব হাতের কাছে, সম্পূর্ণ বিনামূল্যে! চিকিৎসা ক্ষেত্রে নয়া দিগন্ত মালদহে

Last Updated:

Malda News: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে উন্নতমানের আধুনিক প্রযুক্তির একাধিক যন্ত্র ও নতুন ওপিডি ভবন নির্মাণ করা হল মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতালে। স্যাটেলাইট আই ওটি, উন্নতমানের এক্সরে মেশিন সহ প্রায় ৪০ রকম রক্ত পরীক্ষা জন্য বসান হয়েছে আধুনিক যন্ত্র। সাধারণ চিকিৎসার পাশাপাশি এবারে বিশেষ একাধিক চিকিৎসা পরিষেবা মিলবে প্রত্যন্ত এলাকার এই গ্রামীন হাসপাতালে।

+
মানিকচক

মানিকচক গ্রামীণ হাসপাতালে উন্নতমানের চিকিৎসা পরিষেবার উদ্বোধন 

মালদহ, জিএম মোমিন: ছুটতে হবে না বড় শহর বা বিদেশে। উন্নতমানের চক্ষু চিকিৎসা মিলবে এবারে প্রত্যন্ত এই এলাকায়। শহর নয় প্রত্যন্ত এলাকার গ্রামীণ হাসপাতালে উন্নত হল এবার চিকিৎসা পরিষেবা। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে উন্নতমানের আধুনিক প্রযুক্তির একাধিক যন্ত্র ও নতুন ওপিডি ভবন নির্মাণ করা হল মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতালে। স্যাটেলাইট আই ওটি, উন্নতমানের এক্সরে মেশিন-সহ প্রায় ৪০ রকম রক্ত পরীক্ষা জন্য বসান হয়েছে আধুনিক যন্ত্র। সাধারণ চিকিৎসার পাশাপাশি এবারে বিশেষ একাধিক চিকিৎসা পরিষেবা মিলবে প্রত্যন্ত এলাকার এই গ্রামীন হাসপাতালে।
বিশেষ এই পরিষেবা চালু হওয়াই স্বাস্থ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিন ঘটা করে আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই চিকিৎসা পরিষেবার। এই বিষয়ে স্থানীয় এক সমাজসেবী সৌম্যদ্বীপ সরকার জানান, “এতদিন এলাকার বাসিন্দাদের দূর-দূরান্তে ছুটতে হত চক্ষু চিকিৎসা-সহ বিভিন্ন উন্নতমানের চিকিৎসার ক্ষেত্রে। তবে বর্তমানে এই গ্রামীণ হাসপাতালে উন্নতমানের আধুনিক চিকিৎসা পরিষেবা চালু হওয়ার পর উপকৃত হবেন মানিকচক ব্লক-সহ আশপাশ এলাকার লক্ষাধিক মানুষ।”
advertisement
advertisement
ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার জানান, “বিভিন্ন রকম উন্নত চিকিৎসার জন্য সাধারণ মানুষকে শহরে ছুটতে হত। শুধু তাই নয় উন্নত মানের চক্ষু চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য এলাকার মানুষজন নেপালে ছুটে যেতেন। যার ফলে বিপুল অর্থ ব্যয়ের সম্মুখীন হতে হত সাধারণ মানুষকে। তবে এবারে আর ছুটতে হবে না দূর-দূরান্তে। বিনামূল্যে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। নতুন উন্নতমানের এক্সরে মেশিন, বিপি পরীক্ষা মেশিন ও আউটডোর বিভাগ তৈরি করা হয়েছে। জনসাধারণকে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে এমন উদ্যোগ বলে জানান তিনি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চিকিৎসার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হবে না আর প্রত্যন্ত এই এলাকার বাসিন্দাদের। মানিকচক ব্লক সহ আশেপাশের ব্লক এলাকার সাধারণ মানুষও চিকিৎসা পরিষেবা নিতে পারবেন এই গ্রামীণ হাসপাতালে এসে। স্বাস্থ্য পরিষেবায় এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: স্যাটেলাইট আই ওটি, উন্নতমানের এক্সরে...! এবার সব হাতের কাছে, সম্পূর্ণ বিনামূল্যে! চিকিৎসা ক্ষেত্রে নয়া দিগন্ত মালদহে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement