Purulia News: পাথর আর মাটিতে গড়া ইতিহাস, কাশীপুরের মুরলু গ্রামের আদিবাসী জীবনের অনন্য ছবি
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Purulia News: প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ সাযুজ্য রেখে তৈরি এই পাথরের বাড়িগুলি গ্রামীণ জীবনের সরলতা, আত্মনির্ভরতা এবং ঐতিহ্যের গভীর বন্ধনকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
পুরুলিয়া: পুরুলিয়া জেলার কাশীপুরের আদিবাসী অধ্যুষিত মুরলু গ্রাম যেন একেবারেই ভিন্ন এক জগতের প্রতিচ্ছবি। এক সময় এই গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের কাছে ইট, সিমেন্ট বা বালির ব্যবহার বিলাসিতার সমতুল্য ছিল। আর্থিক সীমাবদ্ধতার কারণে তাঁরা বাড়ি নির্মাণে প্রায়শই প্রাকৃতিক উপকরণকে প্রাধান্য দিত। গ্রামের অধিকাংশ বাড়িই তৈরি হয়েছে মাটির নীচ থেকে সংগ্রহ করা পাথর এবং মাটির সাহায্যে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে নিজেদের হাতেই গড়ে তুলেছে তাঁদের বাসস্থান।
বর্তমানে এই গ্রাম যেন প্রাচীন সময়ের এক নীরব ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে গ্রামীণ জীবনের সারল্য ও প্রকৃতির সঙ্গে সংহতি এবং আত্মনির্ভরতার চিত্র। গ্রামবাসীদের মধ্যে সজল কুমার মাঝি, রাজেন হাঁসদা এবং জগৎ হাঁসদা জানান, “একসময় আমাদের কাছে ইট, সিমেন্ট বা বালি ব্যবহার করা বিলাসিতার সমান ছিল। তাই সেই সময়ের বাড়িগুলি প্রায়শই পাথর এবং মাটি দিয়ে নির্মিত হত। তবে এই বাড়িগুলো একদিকে যেমন মজবুত, তেমনই অন্যদিকে পরিবেশবান্ধবও।”
advertisement
advertisement
গ্রামবাসীরা আরও জানান, “এক সময় গ্রামের মানুষজনের জীবিকা অর্জনের তেমন কোনও নির্দিষ্ট বা বৈচিত্র্যময় পথ ছিল না। সেই সময়ে গ্রামের মানুষের প্রধান আর্থিক উপার্জনের মাধ্যম ছিল মাটি কাটা। মাটি কাটতে কাটতেই তারা একসময় পাথরের সন্ধান পায়। এরপর সেই পাথর কাজে লাগিয়ে গ্রামের অধিকাংশ মানুষ নিজেদের বাসস্থান নির্মাণ করে। এইভাবেই কঠোর পরিশ্রম ও প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে গ্রামের মানুষ ধীরে ধীরে তাদের জীবনযাত্রার উন্নতি ঘটায়।”
advertisement
প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ সাযুজ্য রেখে তৈরি এই পাথরের বাড়িগুলি গ্রামীণ জীবনের সরলতা, আত্মনির্ভরতা এবং ঐতিহ্যের গভীর বন্ধনকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এই বাড়িগুলো শুধুমাত্র আশ্রয় নয়, বরং মানুষের প্রাকৃতিক জীবনের সঙ্গে সুসংগত সম্পর্কের সাক্ষী।
advertisement
শান্তনু দাস
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 14, 2026 7:49 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পাথর আর মাটিতে গড়া ইতিহাস, কাশীপুরের মুরলু গ্রামের আদিবাসী জীবনের অনন্য ছবি









