Rath Fair 2024: রথের মেলা উপলক্ষে সুদূর পুরী থেকে কোচবিহারে জগন্নাথ দেব! মাথাভাঙায় আনন্দ উৎসব
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Rath Yatra 2024: প্রতি বছর এই রথের মেলা উপলক্ষে ভক্তবৃন্দের সমাগম ঘটে মদনমোহন বাড়িতে। তবে চলতি বছরে বিশেষ আকর্ষণ থাকার কারণে এই সংখ্যা অনেকটাই বেড়ে উঠবে বলে মনে করছেন সকলে।
মাথাভাঙা: ইতিমধ্যেই কোচবিহারের বিভিন্ন এলাকায় রথের মেলার প্রস্তুতি চলছে। কোচবিহার সদর শহরের মদনমোহন বাড়িতে রথ সংস্কার থেকে শুরু করে চলছে মন্দির সংস্কার। তবে রাজ আমলে শুধুমাত্র সদর শহরের মদনমোহন বাড়িতেই নয়, মাথাভাঙা মহকুমার মদনমোহন বাড়িতেও রথের মেলার আয়োজন করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মদনমোহন বাড়িতে সমারোহের সঙ্গে এই রথের মেলার আয়োজন করা হয়। চলতি বছরেও এই রথের মেলার উপলক্ষে সংস্কার করা হচ্ছে রথকে।
মদনমোহন বাড়ির পুরোহিত অঙ্কিত পান্ডে জানান, রাজআমল থেকে এই রথের আয়োজন শুরু করা হয়েছিল। বর্তমান সময়ে এই রথের মেলা উপলক্ষে লক্ষাধিক দর্শনার্থী ও পূণ্যার্থীদের ভিড় জমে মদনবাড়িতে। প্রতি বছর সমারোহের সঙ্গে রথের মেলার আয়োজন করা হয় মদনমোহন বাড়িতে। রাজ আমলের ঐতিহ্য ও রীতি প্রথা মেনে এই রথের মেলার আয়োজন করা হয়। চলতি বছরে এক বিশেষ আকর্ষণ রয়েছে রথের মেলার উপলক্ষে।
advertisement
রথের মেলার কোষাধ্যক্ষ অভিজিৎ চৌধুরী বলেন, “দীর্ঘ সময় ধরে রথের মেলার আয়োজন করা হয় মদনমোহন বাড়িতে। চলতি বছরেও এই মেলার আয়োজন করা হচ্ছে। এবারও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নতুন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। সুদূর পুরী থেকে এই তিন মূর্তি নিয়ে আসা হয়েছে। আগের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তির বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে। ফলে এই নতুন মূর্তির প্রয়োজন ছিল। মন্দিরের পুরোহিত এবং তিনি আমি গিয়েছিলেন এই মূর্তি আনতে।”
advertisement
advertisement
এলাকার এক স্থানীয় বাসিন্দা রাজকমল সাহা জানান, ছোটবেলা থেকেই তাঁরা এই রথের মেলা দেখে আসছেন। রথের মেলাকে কেন্দ্র করে আলাদা উদ্দীপনা কাজ করে সকলের মধ্যে। চলতি বছরে সুদূর পুরী থেকে জগন্নাথ দেবের মূর্তি আনা হয়েছে। এবার রথের মেলায় এক আলাদা উদ্দীপনা কাজ করবে দর্শনার্থীদের মধ্যে। অন্যান্য বছরের চাইতেও এই বছর রথের মেলা আরও অনেকটাই জাঁকজমকপূর্ণ হতে চলেছে।
advertisement
দীর্ঘ সময় ধরে প্রতি বছর এই রথের মেলা উপলক্ষে ভক্তবৃন্দের সমাগম ঘটে মদনমোহন বাড়িতে। তবে চলতি বছরে বিশেষ আকর্ষণ থাকার কারণে এই সংখ্যা অনেকটাই বেড়ে উঠবে বলে মনে করছেন সকলে। রথের মেলা উপলক্ষে ইতিমধ্যেই রথের সংস্কার ও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2024 7:34 PM IST
