Indian Railways: মালদহ টাউন ট্রেনের কামরায় বস্তা ভর্তি এগুলো কী! খুলতেই চমকে উঠল আরপিএফ

Last Updated:

Indian Railways: পাচারের আগেই ৯৯ টি কচ্ছপ উদ্ধার করেছে আরপিএফ।

এই সেই কচ্ছপ
এই সেই কচ্ছপ
মালদহ: দূরপাল্লার সংরক্ষিত কামরায় চেপে কচ্ছপ পাচারের চেষ্টা। রেল সুরক্ষা বাহিনীর তল্লাশিতে উদ্ধার একাধিক ব্যাগ ভর্তি কচ্ছপ।ঘটনায় গ্রেফতার উত্তরপ্রদেশের এক যুবক। পাচারের আগেই ৯৯ টি কচ্ছপ উদ্ধার করেছে আরপিএফ। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ১৩৪৩০ আনন্দবিহার-মালদহ টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়।সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদহ টাউন স্টেশনে পৌঁছাতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেয়। তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৯টি কচ্ছপ। গ্রেফতার করা হয় ওই যুবককে।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম শুভম (১৮)।
advertisement
advertisement
বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায়।উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ। আরও জানা গিয়েছে শীত মরশুমে চোরাকারবারিরা এই কচ্ছপ পাচার স্বক্রয় হয়ে ওঠে। তাই এই সময় আরপিএফ এবং রেল পুলিশ সক্রিয় রয়েছে।
advertisement
প্রাথমিক তদন্তে অনুমান এই কচ্ছপ গুলি মালদহ থেকে দিনাজপুরের নিয়ে যাওয়া হত। বন দফতরের আধিকার সুজিত চ্যাটার্জী বলেন, আনন্দবিহার এক্সপ্রেস ট্রেন থেকে এই কচ্ছপ গুলিকে উদ্ধার করে আরপিএফ। এরপর তাদের হাতে তুলে দিয়েছে। মোট ৯৯ টি কচ্ছপ তুলে দিয়েছে। তাদের স্ব্যস্থ্য পরীক্ষা করা হবে। তারপর নির্দেশ অনুযায়ী কোন জঙ্গলে ছাড়া হবে।
advertisement
—– হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: মালদহ টাউন ট্রেনের কামরায় বস্তা ভর্তি এগুলো কী! খুলতেই চমকে উঠল আরপিএফ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement