Indian Railways: উঠছিলেন চলন্ত ট্রেনে, আচমকাই পিছিলে বিপদ! প্রাণ বাঁচাল আরপিএফ, দেখুন হাড়হিম ভিডিও
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Indian Railways: এদিন মালদা ডিভিশনের ভাগলপুর স্টেশনে চলন্ত কিওল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় এক মহিলা যাত্রীর পা পিছলে পড়ে। সেই সময় কর্তব্যরত এক আরপিএফ জওয়ান দেখতে পেয়ে ওই মহিলা যাত্রী কে রক্ষা করেন।
মালদহ, জিএম মোমিন: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে বিপত্তি। আরপিএফের তৎপরতায় অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন এক মহিলা যাত্রী। মালদহ ডিভিশনের ভাগলপুর স্টেশনের ঘটনা। এদিন মালদা ডিভিশনের ভাগলপুর স্টেশনে চলন্ত কিওল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় এক মহিলা যাত্রীর পা পিছলে পড়ে। সেই সময় কর্তব্যরত এক আরপিএফ জওয়ান দেখতে পেয়ে ওই মহিলা যাত্রীকে রক্ষা করেন। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই মহিলা যাত্রী। জানা গিয়েছে, ওই মহিলা যাত্রীর নাম সোনি দেবী বয়স ৩৩ বছর। বিহারের কাহালগাঁও এলাকার বাসিন্দা তিনি।
আরও পড়ুনঃ ইন্টারপোলের নজরদারিতে থাইল্যান্ডে আটক লুথরা ব্রাদার্স, দ্রুত ভারতে আনার প্রস্তুতি
মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “মঙ্গলবার বিকেল ৪:৩৫ নাগাদ ভাগলপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ট্রেন নাম্বার ১৩৪১০ কিওলস-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে এক মহিলা যাত্রী ওঠার সময় পা পিছলে পড়ে যাচ্ছিলেন। সেই সময় আরপিএফ এর কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জীব কুমার ঝা এর নজরে এলে তৎক্ষণাৎ ওই মহিলা যাত্রীকে ট্রেন লাইনে পড়ে যাওয়ার উপক্রম দেখে রক্ষা করেন।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “মালদহ ডিভিশনের রেলওয়ে প্রটেকশন ফোর্স যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা, সুরক্ষা ও জনসেবার মান বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।” এই ঘটনার পর ওই মহিলা রেল যাত্রী ও তাঁর পরিবারের সদস্যরা আরপিএফ জওয়ানের সতর্কতা এবং তৎপর সহযোগিতার জন্য মালদহ ডিভিশনের ভাগলপুর আরপিএফ কে আন্তরিক ধন্যবাদ জানান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2025 10:53 AM IST






