Bengal 8th Phase Polls: এবার করোনায় মৃত্য়ু বৈষ্ণবনগরের প্রার্থীর, নির্দল হওয়ায় পিছোচ্ছে না ভোটগ্রহণ

Last Updated:

শুধু চার প্রার্থীর মৃত্যু নয়, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন প্রার্থী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#মালদহ: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের আরও এক প্রার্থীর৷ এই নিয়ে রাজ্যের চার প্রার্থীর প্রাণ কাড়ল করোনা৷ জানা গিয়েছে, মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন৷ তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর৷ তবে নির্দল প্রার্থীর মৃত্য়ু হওয়ায় ভোট গ্রহণ স্থগিত হচ্ছে না৷ আগামী ২৯ এপ্রিল অষ্টম তথা শেষ দফায় নির্ধারিত সূচি মেনেই বৈষ্ণবনগরে ভোট হবে৷
এর আগে রাজ্যে কংগ্রেস, আরএসপি এবং তৃণমূলের তিন প্রার্থীর মৃত্যু হয়েছে৷ গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের৷ এর পরই করোনা সংক্রমণের জেরে মারা যান মুর্শিদাবাদেরই জঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী৷ গত রবিবার মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা৷ প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে গিয়েছে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের ভোটগ্রহণ৷ খড়দহে অবশ্য ভোট হয়ে গিয়েছে৷
advertisement
তবে বৈষ্ণবনগরের প্রার্থী নির্দল হওয়ায় তাঁর মৃত্যু সত্ত্বেও ভোট স্থগিত হচ্ছে না৷ কারণ, ২০১২ সালে সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে জানিয়ে দিয়েছিল, জনপ্রতিনিধি আইনের ৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভোটের আগে শুধুমাত্র কোনও স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীর মৃত্যু হলেই কোনও কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হবে৷ কোনও নির্দল প্রার্থীর মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত করতে বাধ্য নয় কমিশন৷
advertisement
advertisement
শুধু চার প্রার্থীর মৃত্যু নয়, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন প্রার্থী৷ করোনা সংক্রমণের জেরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়েছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও করোনায় আক্রান্ত হন৷ করোনা সংক্রামিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী৷ এ দিনই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের ফল ঘোষণার পর কোনও বিজয় মিছিল করতে পারবে না রাজনৈতিক দলগুলি৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal 8th Phase Polls: এবার করোনায় মৃত্য়ু বৈষ্ণবনগরের প্রার্থীর, নির্দল হওয়ায় পিছোচ্ছে না ভোটগ্রহণ
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement