Income Tax: 'আপনার এত টাকা, আর আপনি কিনা....' মুদিখানার ব্যবসায়ীর বাড়িতে ইনকাম ট্যাক্স হানা! কী বুদ্ধি ব্যবসায়ীর, শুনে তাজ্জব সকলে
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Income Tax: জিএসটি বিভাগের শিলিগুড়ির এক বিশেষ দল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে। দলসিংপাড়া চৌপথীতে তাঁদের দোকান রয়েছে।
আলিপুরদুয়ার: রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে জয়গাঁর এক ব্যবসায়ীকে গ্রেফতার করল আয়কর দফতরের জিএসটি বিভাগের আধিকারিকরা। অভিযুক্ত ব্যবসায়ীর নাম সন্তোষ কুমার শা। তার বাড়ি দলসিংপাড়া এলাকায়।এই এলাকাতেই তাঁদের বড় গালামালের দোকান রয়েছে।
তার বিরুদ্ধে ৩৭.২৯ কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। জিএসটি বিভাগের নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা চালু হয়েছে বলে জানা যায়। জিএসটি বিভাগের শিলিগুড়ির এক বিশেষ দল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে। দলসিংপাড়া চৌপথীতে তাঁদের দোকান রয়েছে। ঝাঁ চকচকে শপিং মলের মত তাঁদের দোকানটি। এই দোকানের ভেতর ঢুকলে চোখ ধাধিয়ে যেতে বাধ্য। সন্তোষ কুমার শা যে কোম্পানির সঙ্গে যুক্ত তার পণ্য যায় শিলিগুড়ি, কোচবিহার, কলকাতা সহ বিভিন্ন এলাকায়।
advertisement
আরও পড়ুন: ‘স্যার, আমার স্ত্রী আমার শরীরে…’ থানায় ঢুকে লোকো পাইলট যা বলল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল পুলিশও
advertisement
এই পণ্য পরিবহণের সময় যত গোল বেঁধেছে বলে জানা যায় জিএসটি বিভাগের পক্ষ থেকে। পণ্য যেত এক স্থানে, তা দেখানো হত অন্য স্থানে। এইভাবে সন্তোষ কুমার শা অনেক টোল গেটের রাজস্ব ফাঁকি দিয়েছে। এমনকি পরবর্তীতে বিভিন্ন কারণ দেখিয়ে সেই রাজস্ব টাকার রিফান্ড চেয়ে বসত। জিএসটি বিভাগের তথ্য অনুযায়ী, সন্তোষ কুমার শা এইভাবে ২৩২ টি জাল নথি পেশ করেছে জিএসটি বিভাগের কাছে।
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক জিএসটি বিভাগের এক আধিকারিক জানান, ওই ব্যবসায়ী দেখাত পণ্য যাচ্ছে জয়গাঁ থেকে শিলিগুড়ি। এই রাস্তায় তিনটি টোল প্লাজা পড়ে। অথচ সেখানে কোনও গাড়ির নম্বরে টাকা কাটা যাচ্ছে না। গাড়ির নম্বর সার্চ করলে দেখা যেত, তা চলছে কলকাতার দিকে। পুরো ব্যবসা তারা চালাচ্ছিল জিএসটি ফাঁকি দিয়ে।”
জিএসটি বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনেক দিন ধরেই এই ব্যবসায়ী ও কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আসছিল। তদন্তে নেমে দেখা যায় এরা নথি জাল করছে। এরপরেই বিশেষ টিম যায় দলসিংপাড়াতে। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর ওই ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করে। তাকে এরপর গ্রেফতার করা হয়।
advertisement
— Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 8:10 PM IST

