Darjeeling News: কঠিন অবস্থা দার্জিলিংয়ের চা শ্রমিকদের! জানলে চোখ দিয়ে জল পড়বে আপনারও
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
পেট চালাতে রেশনের চালই ভরসা, চা বাগান বন্ধ থাকায় রোজগার নেই দার্জিলিংয়ের চা শ্রমিকদের।
দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই সবার প্রথমে মাথায় আসে পাহাড় জঙ্গল এবং চা বাগান। প্রত্যেক বছর উত্তরবঙ্গের সবুজে ঘেরায় চা বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। তবে এই চা তৈরীর কারিগর চা শ্রমিকরাই আজ অন্ধকারে। দূর্গা পুজোর আগে থেকেই পাহাড়ে বন্ধ একাধিক চা বাগান। চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবি পূরণ না হওয়ায় বর্তমানে বিভিন্ন বাগান অফিসে অনশনে বসে রয়েছে চা শ্রমিকেরা। উৎসব থেকে মুখ ফিরিয়ে আজও তাদের দাবিতে অনড় রয়েছে চা শ্রমিকেরা।
পেট চালাতে রেশনের চালই ভরসা, চা বাগান বন্ধ থাকায় রোজগার নেই চা শ্রমিকদের। বহুদিন থেকে বিভিন্ন চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন চলছে পাহাড়ে। ইতিমধ্যেই পাহাড়জুড়ে বন্ধ রয়েছে একাধিক চা বাগান ফলে সমস্যায় পড়ছে চা শ্রমিকেরা এর পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া টাকা তারা এখনো পায়নি এবং তাদের ২০ শতাংশ বোনাসের দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি সব মিলিয়ে মাথায় হাত এবং পেটের জ্বালায় অনশনে চা শ্রমিকেরা।
advertisement
আরও পড়ুন: কার্শিয়াং ঘুরতে যাওয়ার প্ল্যান? মিস করবেন না হাতের কাছেই থাকা এই ইকো পার্ক
এই প্রসঙ্গে লং ভিউ চা বাগানে কর্মরত এক চার শ্রমিক গঙ্গা থাপা বলেন, চা বাগান বন্ধ থাকায় রোজগার নেই সমস্যা হচ্ছে পেটের ক্ষিদে মিটানোর একমাত্র উপায় রেশনের চাল।
advertisement
আরও পড়ুন: দার্জিলিং হিলস ইউনিভার্সিটিতে দ্বিতীয় দফায় ভর্তির প্রক্রিয়া শুরু! কীভাবে আবেদন করবেন
অন্যদিকে চা বাগানের অফিসের সামনে অনশনরত এক স্থানীয় বাসিন্দা অতীশ বিশ্বকর্মা বলেন দীর্ঘ দু-তিন মাস ধরে এই আন্দোলন চলছে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। এবছর চা বাগানের শ্রমিকদের কাজ নেই রোজগার নেই ফলে উৎসবও নেই রেশনের চালেই পেটের খিদে মিটছে।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 7:32 PM IST
