Mahashivratri 2025: জেগে ওঠে ভক্তি, মেলে শান্তি! মহাশিবরাত্রিতে মনস্কামনা পূরণে অসম, বিহার, নেপালের ভক্তদের ভিড় বাংলার এই শিবমন্দিরে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ মানুষের ভিড়, ভক্তিময় পরিবেশে মুখরিত এই মন্দির
জলপাইগুড়ি: মহা শিবরাত্রিতে লক্ষ লক্ষ মানুষের ভিড়, ভক্তিময় পরিবেশে মুখরিত জলপাইগুড়ির ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির! আজ মহা শিবরাত্রি উপলক্ষে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শৈবতীর্থ জল্পেশ মন্দিরে ঢল নেমেছে ভক্তদের। বুধবার সকাল থেকেই পূর্ণার্থীদের দীর্ঘ লাইন, গর্ভগৃহে প্রবেশের অপেক্ষা, শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনার দৃশ্য— সব মিলিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে মন্দির চত্বরে। শুধু উত্তরবঙ্গ নয়, আসাম, বিহার, এমনকি বাংলাদেশ ও নেপাল থেকেও দলে দলে ভক্তরা ছুটে এসেছেন এই পবিত্র তীর্থে।
ভক্তি, ঐতিহ্য আর উৎসবের এক সুন্দর মেলবন্ধনে মুখরিত হয়েছে গোটা এলাকা। এবছরের বিপুল ভিড় আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। আলোয় সেজেছে মন্দির, জমজমাট মেলা, রয়েছে কড়া নিরাপত্তা। মহা শিবরাত্রি উপলক্ষে ১০ দিনব্যাপী মেলা বসেছে জল্পেশ মন্দির চত্বরে। চারপাশের বাহারি আলো, নানা দোকান, প্রসাদ বিতরণ কেন্দ্র আর সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তদের আরও আকর্ষণ করছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক বাহিনী ও সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। শুধু শিবরাত্রি নয়, বছরের বিভিন্ন সময়েই ভক্তদের সমাগমে মুখর থাকে এই মন্দির।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 26, 2025 2:52 PM IST
