Jalpaiguri News: আরজি কর কাণ্ডের আবহে কেমন চলছে জলপাইগুড়ি সদর হাসপাতাল? রইল হাল হকিকত
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: আরজি কর কাণ্ড ঘিরে রাজ্য জুড়ে এখনও উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত। কিন্তু, জলপাইগুড়ি মেডিকেল কলেজের হাসপাতালের পরিস্থিতি এখন কেমন ? পরিষেবা নিয়ে কি জানাচ্ছেন রোগীদের পরিজনেরা? খোঁজ নিয়েছিলাম আমরা।
জলপাইগুড়ি: আরজি কর কাণ্ড ঘিরে রাজ্য জুড়ে এখনও উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত। দিকে দিকে চলছে চিকিৎসকদের কর্ম বিরতি,অভিযান কর্মসূচী,আন্দোলন। দাবি একটাই “বিচার চাই”। কিন্তু এর মধ্যেও প্রশ্ন উঠছিল চিকিৎসকদের কর্ম বিরতির দরুন সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। কিন্তু, জলপাইগুড়ি মেডিকেল কলেজের হাসপাতালের পরিস্থিতি এখন কেমন ? পরিষেবা নিয়ে কি জানাচ্ছেন রোগীদের পরিজনেরা? খোঁজ নিয়েছিলাম আমরা।
জলপাইগুড়ির মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা মোটের উপর স্বাভাবিক রয়েছে বলেই প্রথম থেকেই জানিয়েছিলেন চিকিৎসকদের একাংশ। অনেকটাই স্বাভাবিকের পথে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। দূর থেকে রোগীরা আসছেন চিকিৎসা করাতে,চিকিৎসকেরাও সুষ্ঠভাবেই চিকিৎসা করছেন রোগীদের। রোগীদের পরিবার পরিজনের কাছ থেকেও এদিন মিলল ইতিবাচক প্রতিক্রিয়া। এদিন বর্তমান হাসপাতালের পরিষেবায় খুশি প্রকাশ করলেন রোগীরা।
কর্তব্যরত চিকিৎসক জানান,আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সঠিক পরিষেবা দিয়ে যাচ্ছি। তবে হতাশার সুরে জানান, হাসপাতালে পরিষেবা দিতে গিয়ে মাঝেমধ্যে নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের কাছে। এই প্রসঙ্গে মেডিকেল কলেজের অতিরিক্ত মেডিকেল সুপারিনটেনডেন্ট ড: সুরজিৎ সেন জানান,”পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে তুলনায় চিকিৎসক কম থাকায় কিছুটা পরিষেবায় বিঘ্ন হচ্ছে ঠিকই। দ্রুত সেই সমস্যাও কেটে যাবে।”
advertisement
advertisement
উত্তপ্ত পরিস্থিতি শুরু হওয়া থেকেই জলপাইগুড়ি মেডিকেল কলেজে ইমারজেন্সি পরিষেবা স্বাভাবিক ছিল। আউটডোর পরিষেবায় খানিক ব্যাঘাত ঘটেছিল কিছুদিন। তবে ধীরে ধীরে পরিস্থিতির স্বাভাবিক হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2024 7:04 PM IST
