মানবিক পুলিশ! উচ্চমাধ্যমিকের প্রথম দিনই ভুল পরীক্ষাকেন্দ্রে ছাত্র! বাইকে করে পরীক্ষার্থীকে সঠিক স্কুলে পৌঁছে দিল উর্দিধারী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Higher Secondary Exam: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ভুল পরীক্ষাকেন্দ্রে পৌছে গেল এক ছাত্র। সেই ছাত্রকে নিজেদের উদ্যোগে সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌছে দিল পুলিশ।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার। আর পরীক্ষার প্রথম দিনেই ভুল পরীক্ষাকেন্দ্রে পৌছে গেল এক ছাত্র। সেই ছাত্রকে নিজেদের উদ্যোগে সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌছে দিল পুলিশ। উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় পুলিশের মানবিক উদ্যোগ।
আরও পড়ুনঃ নিখুঁত হাত সাফাইয়ের কায়দা! শিকার বোঝার আগেই টাকা, গয়না হাওয়া! সোনারপুরে চুরি চক্রের মাথা অবশেষে পুলিশের জালে
মনিষ বিশ্বাস, আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। বাড়ি ভোলারডাবড়ী এলাকায়। তার পরীক্ষাকেন্দ্র আলিপুরদুয়ার বাবুপাড়া বয়েজ হাইস্কুলে পড়েছিল। কিন্তু ভুলবশত ওই ছাত্র ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে চলে আসে। ভুল পরীক্ষা কেন্দ্রে এসে মাথায় হাত পরীক্ষার্থীর। সকাল থেকে পড়ছে বৃষ্টি। এদিকে সময়ও পেরিয়ে যাচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে অল্প সময়ের মধ্যে কীভাবে সে পৌঁছবে নিজের সঠিক পরীক্ষাকেন্দ্রে! ছাত্রের সাহায্যে এগিয়ে এল পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি থেকে হঠাৎ একদিন নিখোঁজ! দেড় বছর পর মুর্শিদাবাদের যুবকের হদিস মিলল বাংলাদেশে, তারপর যা হল…
আলিপুরদুয়ার পুলিশের DIB টাউনের দায়িত্বে থাকা প্রদীপ রায়ের তৎপরতায় সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌছল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মনিষ বিশ্বাস। সোমবার থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু। আলিপুরদুয়ার জেলায় প্রায় ১২ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই বছর। এর আগে প্রশ্ন পত্র থানায় আটক নিয়ে সংবাদ শিরোনামে এসেছিল আলিপুরদুয়ার।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 12:36 PM IST