নিখুঁত হাত সাফাইয়ের কায়দা! শিকার বোঝার আগেই টাকা, গয়না হাওয়া! সোনারপুরে চুরি চক্রের মাথা অবশেষে পুলিশের জালে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Sonarpur: এতটাই নিখুঁত ছিল রাবিয়া বিবির হাত সাফাইয়ের কায়দা যে, শিকাররা বুঝতেই পারতেন না কবে, কখন, কীভাবে টাকা বা গয়না হাত বদল হয়েছে।
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পণ মণ্ডল: কিশোরী বয়স থেকেই শুরু, আর তারপর থেকে একের পর এক চুরির ঘটনায় যুক্ত রাবিয়া বিবি। ট্রেনে চুরি, ছিনতাই, গ্রেফতার, জেল – সবই তার জীবনের নিয়মিত অধ্যায় হয়ে উঠেছিল। জেল থেকে বেরিয়েই আবার পুরনো অভ্যাসে ফিরতেন তিনি। এতটাই নিখুঁত ছিল তার হাত সাফাইয়ের কায়দা যে, শিকাররা বুঝতেই পারতেন না কবে, কখন, কীভাবে টাকা বা গয়না হাত বদল হয়েছে। কাজের আগে দলবল নিয়ে রেইকি চালাতেন, টার্গেট বেছে তারপরেই হত পদক্ষেপ।
আরও পড়ুনঃ বাড়ি থেকে হঠাৎ একদিন নিখোঁজ! দেড় বছর পর মুর্শিদাবাদের যুবকের হদিস মিলল বাংলাদেশে, তারপর যা হল…
এই চক্রের মূল মাথা রাবিয়া বিবি। প্রথমদিকে একা কাজ করলেও পরে তার স্বামী-সহ আরও কয়েকজন যুক্ত হন। ট্রেন ছাড়িয়ে এবার ব্যাঙ্কে নজর দিতে শুরু করেছে দল। বিশেষত বয়স্কদেরই নিশানা বানানো হত। দলের লোকজন ব্যাঙ্কে ঢুকে খেয়াল করত কারা টাকা তুলছেন, কতটা টাকা তুলছেন এবং কোন ব্যাগে রাখছেন। এরপর রাবিয়া নিখুঁত ব্লেড কৌশলে ব্যাগ কেটে টাকা উধাও করে দিতেন। এতটাই সাবলীল ছিল এই কাজ যে টের পাওয়ার আগেই খেল খতম।
advertisement
আরও পড়ুনঃ প্রতিভার কাছে হার আর্থিক প্রতিকূলতার! রাজ্যে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারে জাতীয় স্তরে সোনা জয়ের দৌড়ে মালদহের অঙ্কুশ!
সম্প্রতি সোনারপুরের এক ব্যাঙ্ক থেকে তপতী সরকার নামে এক মহিলা এক লক্ষ টাকা তোলেন। ব্যাঙ্কের বাইরে চা খেতে দাঁড়াতেই রাবিয়া ও তার সঙ্গীদের ফাঁদে পড়েন তিনি। অভিযোগ দায়ের হতেই সোনারপুর থানার পুলিশ তদন্তে নামে এবং শেষমেশ রাবিয়া বিবি ও মিতা পুরকাইতকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুর, জয়নগর থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার রহড়া পর্যন্ত রাবিয়ার একাধিক ঘাঁটি রয়েছে। শুধু তাই নয়, দুই ২৪ পরগনা ছাড়াও হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় ছড়িয়ে রয়েছে এই চক্রের জাল। বহুবার ধরা পড়লেও আবারও একই কায়দায় সক্রিয় হয়ে ওঠা রাবিয়ার দাপট শেষ পর্যন্ত পুলিশের ফাঁদে আটকাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 11:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিখুঁত হাত সাফাইয়ের কায়দা! শিকার বোঝার আগেই টাকা, গয়না হাওয়া! সোনারপুরে চুরি চক্রের মাথা অবশেষে পুলিশের জালে