Alipurduar News: হস্তশিল্পীদের উৎসাহ দিতে জেলায় প্রতিযোগিতার আয়োজন শিল্পকেন্দ্রের

Last Updated:

বাঁশের শোপিস থেকে হাতে তৈরি গয়না সব নিয়ে হাজির হয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা।জেলার ডুয়ার্সকন‍্যার হলরুমে চলছে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা।

+
হস্তশিল্প 

হস্তশিল্প 

আলিপুরদুয়ার: বাঁশের শোপিস থেকে শুরু করে হাতে তৈরি গয়না সব নিয়ে হাজির হয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা।জেলার ডুয়ার্সকন‍্যার হলরুমে চলছে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা।উদ্দেশ্য জেলার হস্তশিল্পীদের উৎসাহ দান।পাশাপাশি জেলার হস্তশিল্পকে সকলের সামনে তুলে ধরা।
জেলা শিল্পকেন্দ্রের তরফে এই আয়োজন করা হয়েছে।চারটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।চারটি বিভাগে যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হবে তাদের শিল্পকলা পাঠান হবে রাজ‍্যস্তরের প্রতিযোগিতায়।জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক বিহ্বল দত্ত জানান, “চারটি পর্বে রয়েছে কাঠের কাজ,বাঁশের কাজ,পেইন্টিং,মিসলেরিয়াস।এই মিসলেরিয়াস-এর মধ‍্যে রয়েছে হাত তৈরি গয়না,সফট টয়েজ সহ অন‍্যান‍্য শিল্পকলা।”
advertisement
advertisement
শোলার কাজকেও এবছর প্রাধান‍্য দেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি,মহকুমা শাসক সহ অন‍্যান‍্য আধিকারিকদের বিচারক হিসেবে আনা হয়েছে।এই হস্তশিল্প প্রতিযোগিতায় চারটি বিভাগে ৬০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেছেন।তাদের তৈরি ৮৫ টি শিল্পকলা জায়গা করে নিয়েছে এখানে।
advertisement
আলিপুরদুয়ার জেলা বাঁশের শিল্পের জন‍্য নাম করেছে শিল্প জগতে।এই বাঁশের শিল্প বেশি নাম করেছে কুমারগ্রাম এলাকায়।কিন্তু প্রত‍্যন্ত এলাকা হওয়ায় এই বাঁশের কাজ বিশেষ প্রদর্শিত হয় না।এই হস্তশিল্প প্রতিযোগিতার মধ‍্য দিয়ে সামনে আসবে এইসব শিল্পীরা বলে বিশ্বাস জেলা শিল্পকেন্দ্রের আধিকারিকের।শুধু বাঁশ নয় শোলা,কাঠের কাজ যাতে জায়গা করে নিতে পারে হস্তশিল্পের ক্ষেত্রে তা দেখা হবে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: হস্তশিল্পীদের উৎসাহ দিতে জেলায় প্রতিযোগিতার আয়োজন শিল্পকেন্দ্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement