Travel Tips: পাহার ঘেরা শহর! চারদিকে সবুজ, স্বল্প খরচে ঘুরে আসতেই পারেন গেরিগাঁও থেকে

Last Updated:
জয়গাঁ শহর থেকে পাঁচ কিমি দুরে ভুটান পাহাড়ের কোলে অবস্থিত গেরিগাঁও। এখান থেকে দেখা যায় জয়গাঁ শহর, তোর্ষা নদী।
1/6
ভুটান সীমান্ত জয়গাঁর অন‍্যতম পর্যটনস্থল গেরিগাঁও। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো।
ভুটান সীমান্ত জয়গাঁর অন‍্যতম পর্যটনস্থল গেরিগাঁও। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো।
advertisement
2/6
এই স্থান থেকে দেখা যায় জয়গাঁ শহর, তোর্ষা নদী।
এই স্থান থেকে দেখা যায় জয়গাঁ শহর, তোর্ষা নদী।
advertisement
3/6
জয়গাঁর গেরিগাঁও এলাকাতে রয়েছে পর্যটকদের জন‍্য পার্ক। মনোরঞ্জনের নানা আয়োজন আছে সেখানে।
জয়গাঁর গেরিগাঁও এলাকাতে রয়েছে পর্যটকদের জন‍্য পার্ক। মনোরঞ্জনের নানা আয়োজন আছে সেখানে।
advertisement
4/6
শুধু তাই নয়। এই এলাকা থেকে চাক্ষুষ করা যায় ভুটান পাহাড়।
শুধু তাই নয়। এই এলাকা থেকে চাক্ষুষ করা যায় ভুটান পাহাড়।
advertisement
5/6
এলাকার বাসিন্দারা এই এলাকাটি রক্ষণাবেক্ষণের কাজ করেন।
এলাকার বাসিন্দারা এই এলাকাটি রক্ষণাবেক্ষণের কাজ করেন।
advertisement
6/6
এলাকায় রয়েছে বুদ্ধমূর্তি, যা সেলফি জোন হিসেবে ব‍্যবহার করেন পর্যটকেরা। (তথ্য: অনন্যা দে)
এলাকায় রয়েছে বুদ্ধমূর্তি, যা সেলফি জোন হিসেবে ব‍্যবহার করেন পর্যটকেরা। (তথ্য: অনন্যা দে)
advertisement
advertisement
advertisement