Winter Wear: কম দামে, ভাল মানের কাশ্মীরের উলের জিনিস! কোথায় মিলবে জানেন
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
সুদূর কাশ্মীরের উলের শীত বস্ত্র এবং কম্বল নিয়ে ব্যবসায়ীরা হাজির হয়েছেন।
কোচবিহার: জেলা জুড়ে বাড়ছে শীতের দাপট। শীতের দাপট বাড়তেই শীতের কাপড় কিনতে ভিড় জমছে ক্রেতাদের। শীত আসলেই সকলের মাথায় আসে কম্বল কিংবা লেপের কথা। কারণ শীতের রাতে কম্বল কিংবা লেপ গায়ে দিয়ে ঘুমোনোর যে আরাম তা সকলেই স্বীকার করেন অকপটে। পাহাড়ের পাদদেশ হওয়ার কারণে এখানেও শীতের মরশুমে জাকিয়ে শীত পড়তে দেখা যায়। তাই ইতিমধ্যেই কোচবিহার জেলায় দেখা মিলেছে কম্বলের দোকানের। সুদূর কাশ্মীরের উলের শীত বস্ত্র এবং কম্বল নিয়ে ব্যবসায়ীরা হাজির হয়েছেন কোচবিহার জেলায়।
এই ব্যবসায়ীরা বিগত কয়েক বছর ধরেই কোচবিহার জেলার আসছেন। কাশ্মীরের উলের তৈরি এই ব্যবসায়ীদের নিয়ে আসা বস্ত্র এবং কম্বলগুলি কোচবিহারের বহু মানুষেরা খুব পছন্দ করেন। দোকানের গ্রাহক সঞ্জয় শীল জানান, “বিগত পাঁচ বছর ধরে প্রতি বছর এই শীতের মরশুম আসলেই এই ব্যবসায়ীরা তাঁদের দোকানের পসরা নিয়ে। এই ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের জিনিস পাওয়া যায়। তবে তাঁদের নিয়ে আসা জিনিসের মান যথেষ্ট ভাল। তাই প্রতি বছরই কিছু জিনিস কেনার জন্য তিনি দোকানে এসে থাকেন।”
advertisement
advertisement
দোকানের ব্যবসায়ী মহম্মদ আকিফ জাবেদ জানান, “প্রায় পাঁচ বছর ধরে তাঁরা পুজোর পর থেকে তাঁদের এই দোকান নিয়ে হাজির হন কোচবিহারে। দোকান থেকে একদম শীতের শেষ পর্যন্ত। প্রতি বছর বহু মানুষ তাদের জিনিস কিনে থাকেন। তবে যাঁরা একবার তাঁদের জিনিসের মান বুঝতে পারেন। তাঁরা আবার কিনতে আসেন তাঁদের দোকানে। তাইতো বিগত দিনের তুলনায় গ্রাহক সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাঁদের। আর তাঁদের কাছে কাশ্মীরি উলের জিনিস অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে।”
advertisement
এবছর নিত্য নতুন অনেক ধরনের হাতের কাজের জিনিস ও তারা নিয়ে এসেছেন যা সকলের অনেক পছন্দ হবে। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে তাঁদের দোকানে। তবে এখনও পর্যন্ত বেশি ভিড় না চোখে পড়লেও কিছুদিনের মধ্যেই ভিড় আরও জমে উঠবে দোকানের মধ্যে এমনটাই আশা রয়েছে তাঁদের। তাঁদের এই দোকান রয়েছে কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠের মধ্যে। দূর-দুরান্তের বহু মানুষ এই দোকানে আসছেন কম দামে ভাল মানের কাশ্মীরি উলের জিনিস কিনতে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 12, 2024 8:01 PM IST





