Money Making Ideas: এই ফুল থেকেই হবে দারুণ আয়! জেনে নিন কীভাবে

Last Updated:
Money Making Ideas: এই ফুল চাষ করতে খুব একটা বেশি জায়গার প্রয়োজন পড়ে না। চাইলেই যে কোনও ব্যক্তি বা কৃষক এই ফুল গাছ স্বল্প জায়গায় চাষ করতে পারবেন।
1/5
সুন্দর দেখতে ফুলের মধ্যে অন্যতম ফুল গোলাপ ফুল। ভালবাসার প্রতীক এই ফুল যেমন কাজে লাগে সাজসজ্জার, তেমনই ভালবাসার মানুষকে উপহার দিতেও এর জুড়ি নেই। তবে এই ফুল চাষের মাধ্যমেও আর্থিকভাবে অনেকটাই লাভবান হয়ে ওঠা সম্ভব। এই ফুল চাষ করতে খুব একটা বেশি জায়গার প্রয়োজন পড়ে না। চাইলেই যেকোনও ব্যক্তি বা কৃষক এই ফুল গাছ স্বল্প জায়গায় চাষ করতে পারবেন। এছাড়া এই গাছ চাষ একবার করলে দীর্ঘ সময় পর্যন্ত এই চাষ থেকে লাভবান হওয়া সম্ভব।
সুন্দর দেখতে ফুলের মধ্যে অন্যতম ফুল গোলাপ ফুল। ভালবাসার প্রতীক এই ফুল যেমন কাজে লাগে সাজসজ্জার, তেমনই ভালবাসার মানুষকে উপহার দিতেও এর জুড়ি নেই। তবে এই ফুল চাষের মাধ্যমেও আর্থিকভাবে অনেকটাই লাভবান হয়ে ওঠা সম্ভব। এই ফুল চাষ করতে খুব একটা বেশি জায়গার প্রয়োজন পড়ে না। চাইলেই যেকোনও ব্যক্তি বা কৃষক এই ফুল গাছ স্বল্প জায়গায় চাষ করতে পারবেন। এছাড়া এই গাছ চাষ একবার করলে দীর্ঘ সময় পর্যন্ত এই চাষ থেকে লাভবান হওয়া সম্ভব।
advertisement
2/5
কোচবিহারের এক ফুল চাষি এই ফুল চাষ করে আর্থিক ভাবে অনেকটা লাভবান হচ্ছেন দীর্ঘ সময় ধরে। তিনি বেশ কিছুটা জমিতে এই গোলাপ চাষ করছেন।
কোচবিহারের এক ফুল চাষি এই ফুল চাষ করে আর্থিক ভাবে অনেকটা লাভবান হচ্ছেন দীর্ঘ সময় ধরে। তিনি বেশ কিছুটা জমিতে এই গোলাপ চাষ করছেন।
advertisement
3/5
ফুল চাষি দুলাল সরকার জানান, "দীর্ঘ সময় ধরে তিনি ফুল চাষ করছেন। তবে তাঁর এই গোলাপ চাষের জমি প্রায় বছর খানেক আগে তিনি আবার তৈরি করেছেন। এই জমিতে অনেক বেশি গোলাপ গাছ রয়েছে। তবে কম গাছ দিয়েও চাষ করা সম্ভব। গাছগুলিতে সবসময় ফুল ফোটে। বাজারেও এই ফুলের চাহিদা থাকে প্রায় সবসময়। তাই এই ফুল সব সময় বিক্রি করা যায়। এক একটি ফুল বাজারে ২ থেকে ৬ টাকা পর্যন্ত দামে বিক্রি করা সম্ভব।"
ফুল চাষি দুলাল সরকার জানান, "দীর্ঘ সময় ধরে তিনি ফুল চাষ করছেন। তবে তাঁর এই গোলাপ চাষের জমি প্রায় বছর খানেক আগে তিনি আবার তৈরি করেছেন। এই জমিতে অনেক বেশি গোলাপ গাছ রয়েছে। তবে কম গাছ দিয়েও চাষ করা সম্ভব। গাছগুলিতে সবসময় ফুল ফোটে। বাজারেও এই ফুলের চাহিদা থাকে প্রায় সবসময়। তাই এই ফুল সব সময় বিক্রি করা যায়। এক একটি ফুল বাজারে ২ থেকে ৬ টাকা পর্যন্ত দামে বিক্রি করা সম্ভব।"
advertisement
4/5
তিনি আরোও জানান, "বিশেষ কিছু দিনে বা মরসুমে ফুলের দাম অনেকটাই বেড়ে যায়। তখন লাভের মাত্রাও অনেকটা বেড়ে ওঠে। তাই স্বল্প জায়গা কিংবা বেশি জায়গা মূল বিষয় নয়। মূল বিষয় চাষ করতে পারলেই লাভ হওয়া একপ্রকার সুনিশ্চিত। গাছের একটি ফুল সম্পূর্ন ফুটতে সময় নেয় ৮ থেকে ১০ দিন। তাই গোলাপ ফুলের উৎপাদনের মাত্রা অনেকটা বেশি হয়। তবে গাছ রোপণের আগে জমিকে ভাল ভাবে তৈরি করে চারা রোপণ করতে হবে। তবে দেড় মাসের মধ্যেই গাছ থেকে ফুল পাওয়া যেতে শুরু করবে। কিছুদিন গেলেই ফুলের মান ও আকার বড় হবে।"
তিনি আরোও জানান, "বিশেষ কিছু দিনে বা মরসুমে ফুলের দাম অনেকটাই বেড়ে যায়। তখন লাভের মাত্রাও অনেকটা বেড়ে ওঠে। তাই স্বল্প জায়গা কিংবা বেশি জায়গা মূল বিষয় নয়। মূল বিষয় চাষ করতে পারলেই লাভ হওয়া একপ্রকার সুনিশ্চিত। গাছের একটি ফুল সম্পূর্ন ফুটতে সময় নেয় ৮ থেকে ১০ দিন। তাই গোলাপ ফুলের উৎপাদনের মাত্রা অনেকটা বেশি হয়। তবে গাছ রোপণের আগে জমিকে ভাল ভাবে তৈরি করে চারা রোপণ করতে হবে। তবে দেড় মাসের মধ্যেই গাছ থেকে ফুল পাওয়া যেতে শুরু করবে। কিছুদিন গেলেই ফুলের মান ও আকার বড় হবে।"
advertisement
5/5
যদিও এই চাষে ধসা ও একধরনের মাকড়সার আক্রমণ দেখতে পাওয়া যায়। তবে সঠিক সময় অন্তর অন্তর ওষুধ প্রয়োগ করতে থাকলে সমস্যা থেকে সহজেই মুক্তি মেলে। তাইতো এই গোলাপ ফুল চাষ করা শীতের মরসুমের মধ্যে অনেকটাই বেশি লাভজনক।
যদিও এই চাষে ধসা ও একধরনের মাকড়সার আক্রমণ দেখতে পাওয়া যায়। তবে সঠিক সময় অন্তর অন্তর ওষুধ প্রয়োগ করতে থাকলে সমস্যা থেকে সহজেই মুক্তি মেলে। তাইতো এই গোলাপ ফুল চাষ করা শীতের মরসুমের মধ্যে অনেকটাই বেশি লাভজনক।
advertisement
advertisement
advertisement