বিপদ সীমার ঊর্ধ্বে গঙ্গার জলস্তর, ভাঙনে জেরবার নদী তীরবর্তী বাসিন্দারা

Last Updated:

বিপদ সীমারেখার প্রায় ১১.৪ ইঞ্চি ঊর্ধ্বে জলস্তর বেড়েছে গঙ্গা নদীর। প্রবল বৃষ্টির ফলে গঙ্গা সহ অন্যান্য নদীর জলস্তর বেড়েছে। যার ফলে ব্যাপক হারে ভাঙন দেখা দিচ্ছে জেলা জুড়ে। বর্তমানে ব্যাপক হারে ভাঙন দেখা দিচ্ছে মালদহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে।

+
মালদহের

মালদহের মানিকচক ব্লকের গোপালপুরে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার

মালদহ, জিএম মোমিন: বিপদসীমার ঊর্ধ্বে বইছে গঙ্গার জলস্তর। বিপাকে মালদহের গঙ্গা নদী তীরবর্তী বাসিন্দারা। জলস্তর বাড়ায় ফুঁসছে গঙ্গা। জারি রয়েছে ভাঙন সাথে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। ইতিমধ্যে জেলা জুড়ে ভাঙনে তলিয়েছে শতাধিক বাড়ি। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, বিপদ সীমারেখার প্রায় ১১.৪ ইঞ্চি ঊর্ধ্বে জলস্তর বেড়েছে গঙ্গা নদীর। প্রবল বৃষ্টির ফলে গঙ্গা সহ অন্যান্য নদীর জলস্তর বেড়েছে। যার ফলে ব্যাপক হারে ভাঙন দেখা দিচ্ছে জেলা জুড়ে। এই বছর ভাঙনের জেরে জেলায় গড়ে প্রতিদিনই প্রায় ২৫০ মিটার এলাকা জুড়ে জমি ও ঘরবাড়ি বিলীন হয়েছে ভাঙনে। এদিকে নিয়মিত ভাঙনের জেরে সর্বহারা শতাধিক পরিবার। ভাঙন রোধ সহ স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভাঙনে ক্ষতিগ্রস্তরা।
মালদহ জেলার গা ঘেঁসে বয়ে গিয়েছে গঙ্গা নদী। যার ফলে ফি বছরই মালদহ জেলার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর এলাকায় ভাঙন দেখা দেয়। তবে বিগত বছরের তুলনায় এই বছর বিপদসীমার ঊর্ধ্বে গঙ্গার জলস্তর বাড়ায় আতঙ্কে ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার গ্রামবাসীদের। গঙ্গায় জলস্তর বাড়ায় স্রোত বেড়েছে জলের। যার ফলে বর্তমানে বন্ধ রয়েছে ভাঙন রোধের কাজ। দ্রুত ব্যবস্থা না হলে গোটা গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
সেচ দফতরের তথ্য অনুযায়ী, ২৪.৬৯ মিটার জলস্তর হলে তখন তা বিপদসীমায় রয়েছে। যদিও বর্তমানে মালদহ জেলায় গঙ্গা নদীর জলস্তর ২৪.৯৭ মিটার অর্থাৎ বিপদসীমা থেকে প্রায় ১১.৪ ইঞ্চি ঊর্ধ্বে। জলস্তর বাড়ায় বেড়েছে জলের স্রোত‌ও। তাই নদী তীরবর্তী বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে জেলা সেচ দফতরের তরফে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিপদ সীমার ঊর্ধ্বে গঙ্গার জলস্তর, ভাঙনে জেরবার নদী তীরবর্তী বাসিন্দারা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement