C*hild De*ath: নাকে-মুখে চাপ চাপ রক্ত! বাড়ির পেছনের পুকুরে ভাসছে ৭ বছরের মেয়ের দেহ, এমন কাণ্ড ঘটাতে পারে মা...? করিমপুরে তুলকালাম

Last Updated:

C*hild De*ath: বেঘোরে প্রাণ হারাল সাত বছরের কন্যা সন্তান, সন্দেহের তীর মায়ের দিকে। স্থানীয় এলাকাবাসীদের সূত্র জানা গিয়েছে, আনুমানিক সকাল দশ'টা নাগাদ হঠাৎই গ্রামবাসীরা দেখতে পায় স্থানীয় একটি জলাশয়ে এক শিশুর দেহ ভাসছে।

বেঘোরে প্রাণ হারাল সাত বছরের কন্যা সন্তান, সন্দেহের তীর মায়ের দিকে। ছবিঃ এআই।
বেঘোরে প্রাণ হারাল সাত বছরের কন্যা সন্তান, সন্দেহের তীর মায়ের দিকে। ছবিঃ এআই।
করিমপুর, মৈনাক দেবনাথ: করিমপুরের কাঠালিয়া চরপাড়া গ্রামের বাসিন্দারা এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এদিন। বেঘোরে প্রাণ হারাল সাত বছরের কন্যা সন্তান, সন্দেহের তীর মায়ের দিকে। স্থানীয় এলাকাবাসীদের সূত্র জানা গিয়েছে, আনুমানিক সকাল দশ’টা নাগাদ হঠাৎই গ্রামবাসীরা দেখতে পায় স্থানীয় একটি জলাশয়ে এক শিশুর দেহ ভাসছে। এরপরই তড়িঘড়ি দেহ জলাশয় থেকে তুলে নিয়ে আসা হয়। গ্রামবাসীরা চিনতে পারেন শিশুকে। তার নাম ইশা সরকার, স্থানীয় এলাকাতেই বাড়ি। এরপরই ছুটে আসে পরিবার ও আত্মীয়স্বজনেরা। সাময়িকভাবে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও বিফল হন এলাকার বাসিন্দারা।
এরপর হঠাৎই দেখা যায় শিশুটির নাক-মুখে রক্তের দাগ। তখনই স্থানীয়দের সন্দেহ হয় জলে ডুবে মৃত্যু হলে নাক মুখ দিয়ে কখনওই রক্ত বের হওয়ার কথা নয়। তাদের অনুমান হয়তো শিশুটিকে গলা টিপে মেরে ফেলা হয়েছে, এরপর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে সন্দেহের তীর যায় শিশুর মা তাপসী সরকারের দিকেই। এরপরেই শিশুটির অন্যান্য পরিবারের আত্মীয়-স্বজনেরা এবং স্থানীয় বাসিন্দারা তার মাকে ঘিরে ফেলে এবং খবর দেয় করিমপুর থানায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সপ্তাহান্তে তিনদিনের লম্বা ছুটি, ঘুরে আসুন নদিয়ার অফবিট ‘৫’ হেরিটেজ জায়গা থেকে, রইল খোঁজ
খবর পেয়ে ঘটনাস্থলে আসে করিমপুর থানার পুলিশ। মায়ের বিরুদ্ধে শিশুটিকে খুন করে জলে ভাসিয়ে দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
advertisement
Mainak Debnath 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
C*hild De*ath: নাকে-মুখে চাপ চাপ রক্ত! বাড়ির পেছনের পুকুরে ভাসছে ৭ বছরের মেয়ের দেহ, এমন কাণ্ড ঘটাতে পারে মা...? করিমপুরে তুলকালাম
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement