Weekend Trip: সপ্তাহান্তে তিনদিনের লম্বা ছুটি, ঘুরে আসুন নদিয়ার অফবিট '৫' হেরিটেজ জায়গা থেকে, রইল খোঁজ

Last Updated:
Weekend Trip: তিনদিনের টানা ছুটি, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ১৬ অগাস্ট জন্মাষ্টমী এবং ১৭ অগাস্ট রবিবার। বাড়িতে বসে না থেকে এই তিনদিনের জন্য বেরিয়ে আসুন এই সেরা পাঁচটি জায়গা থেকে, যেখানে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে।
1/6
*সামনেই তিনদিনের টানা ছুটি, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ১৬ অগাস্ট জন্মাষ্টমী এবং ১৭ অগাস্ট রবিবার। বাড়িতে বসে না থেকে এই তিনদিনের জন্য বেরিয়ে আসুন এই সেরা পাঁচটি জায়গা থেকে, যেখানে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।
*সামনেই তিনদিনের টানা ছুটি, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ১৬ অগাস্ট জন্মাষ্টমী এবং ১৭ অগাস্ট রবিবার। বাড়িতে বসে না থেকে এই তিনদিনের জন্য বেরিয়ে আসুন এই সেরা পাঁচটি জায়গা থেকে, যেখানে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।
advertisement
2/6
*বালাখানা এস্টেট: নদিয়ার নবদ্বীপ ঘাট রোডের মহেশগঞ্জ এলাকায় অবস্থিত এই বালাখানা এস্টেট একটি বহু প্রাচীন জমিদারি বাংলো হিসেবে জানা যায় যা বর্তমানে হেরিটেজ বাড়ির আওতায় পড়ে। এখানে থাকলে নিজেকে জমিদারের থেকে কম মনে হবে না। আসতে গেলে তাদের ওয়েবসাইটে বুকিং করে আসতে হবে সেখানেই দেওয়া আছে ফোন নম্বর, রয়েছে থাকা খাওয়ার এলাহি বন্দোবস্ত।
*বালাখানা এস্টেট: নদিয়ার নবদ্বীপ ঘাট রোডের মহেশগঞ্জ এলাকায় অবস্থিত এই বালাখানা এস্টেট একটি বহু প্রাচীন জমিদারি বাংলো হিসেবে জানা যায় যা বর্তমানে হেরিটেজ বাড়ির আওতায় পড়ে। এখানে থাকলে নিজেকে জমিদারের থেকে কম মনে হবে না। আসতে গেলে তাদের ওয়েবসাইটে বুকিং করে আসতে হবে সেখানেই দেওয়া আছে ফোন নম্বর, রয়েছে থাকা খাওয়ার এলাহি বন্দোবস্ত।
advertisement
3/6
*প্রকৃত হোমস্টে: নদিয়ার ভীমপুর চাঁদপুর গ্রামে একটি জমিদার বাড়ির আদলে তৈরি করা বাংলো। জমিদার আমলের না হলেও সম্পূর্ণ সেই আদলেই তৈরি করা হয়েছে এটি। প্রত্যন্ত গ্রামের মনোরম পরিবেশের মধ্যে এই বাড়িতে দু'দিন কাটালে শরীর ও মন দুই-ই হবে চাঙ্গা। এখানেও তাদের নিজস্ব ওয়েবসাইটে বুক করে আসা যেতে পারে।
*প্রকৃত হোমস্টে: নদিয়ার ভীমপুর চাঁদপুর গ্রামে একটি জমিদার বাড়ির আদলে তৈরি করা বাংলো। জমিদার আমলের না হলেও সম্পূর্ণ সেই আদলেই তৈরি করা হয়েছে এটি। প্রত্যন্ত গ্রামের মনোরম পরিবেশের মধ্যে এই বাড়িতে দু'দিন কাটালে শরীর ও মন দুই-ই হবে চাঙ্গা। এখানেও তাদের নিজস্ব ওয়েবসাইটে বুক করে আসা যেতে পারে।
advertisement
4/6
*সোনার বাংলা: মায়াপুর ইসকন মন্দির থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই একটি আলিশান রিসর্ট! এখানকার সুইমিংপুল প্রধান আকর্ষণ। অত্যন্ত অত্যাধুনিক মানের এই রিসর্টে রয়েছে থাকা-খাওয়া এবং যোগাযোগ মাধ্যমের সুব্যবস্থা। এখানে অগ্রিম বুকিং করে আসতে পারেন আপনি।
*সোনার বাংলা: মায়াপুর ইসকন মন্দির থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই একটি আলিশান রিসর্ট! এখানকার সুইমিংপুল প্রধান আকর্ষণ। অত্যন্ত অত্যাধুনিক মানের এই রিসর্টে রয়েছে থাকা-খাওয়া এবং যোগাযোগ মাধ্যমের সুব্যবস্থা। এখানে অগ্রিম বুকিং করে আসতে পারেন আপনি।
advertisement
5/6
*মাদার্স হাট: নদিয়া জেলায় শুধু নয়, গোটা বাংলার বুকে এই ধরনের হোটেল কাম রেস্টুরেন্ট খুবই কম রয়েছে যেটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এবং এটিই প্রথম একটি রেস্টুরেন্ট যেখানে সর্বপ্রথম রোবট দিয়ে খাবার পরিবেশন করা হয়। জাতীয় সড়কের ওপরে অত্যন্ত মনোরম পরিবেশে একদিন এসে যাচাই করে দেখতেই পারেন।
*মাদার্স হাট: নদিয়া জেলায় শুধু নয়, গোটা বাংলার বুকে এই ধরনের হোটেল কাম রেস্টুরেন্ট খুবই কম রয়েছে যেটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এবং এটিই প্রথম একটি রেস্টুরেন্ট যেখানে সর্বপ্রথম রোবট দিয়ে খাবার পরিবেশন করা হয়। জাতীয় সড়কের ওপরে অত্যন্ত মনোরম পরিবেশে একদিন এসে যাচাই করে দেখতেই পারেন।
advertisement
6/6
*পলাশি মনুমেন্ট: ইতিহাস যাদের ভাল লাগে এই জায়গাটি তাদের জন্যই। এটি হল ইস্ট-ইন্ডিয়া কোম্পানির উত্থান এবং ভারতীয় রাজাদের পতনের অন্যতম এক অধ্যায়ের স্মৃতি। সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলার শাসন দখলে নেয় এই জায়গা থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে এখানে রাত্রিবাসের সেভাবে ব্যবস্থা নেই, একদিনেই ঘুরে আপনাকে চলে আসতে হবে বহরমপুর কিংবা কৃষ্ণনগরে।
*পলাশি মনুমেন্ট: ইতিহাস যাদের ভাল লাগে এই জায়গাটি তাদের জন্যই। এটি হল ইস্ট-ইন্ডিয়া কোম্পানির উত্থান এবং ভারতীয় রাজাদের পতনের অন্যতম এক অধ্যায়ের স্মৃতি। সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলার শাসন দখলে নেয় এই জায়গা থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে এখানে রাত্রিবাসের সেভাবে ব্যবস্থা নেই, একদিনেই ঘুরে আপনাকে চলে আসতে হবে বহরমপুর কিংবা কৃষ্ণনগরে।
advertisement
advertisement
advertisement