Weekend Trip: সপ্তাহান্তে তিনদিনের লম্বা ছুটি, ঘুরে আসুন নদিয়ার অফবিট '৫' হেরিটেজ জায়গা থেকে, রইল খোঁজ
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Trip: তিনদিনের টানা ছুটি, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ১৬ অগাস্ট জন্মাষ্টমী এবং ১৭ অগাস্ট রবিবার। বাড়িতে বসে না থেকে এই তিনদিনের জন্য বেরিয়ে আসুন এই সেরা পাঁচটি জায়গা থেকে, যেখানে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে।
advertisement
*বালাখানা এস্টেট: নদিয়ার নবদ্বীপ ঘাট রোডের মহেশগঞ্জ এলাকায় অবস্থিত এই বালাখানা এস্টেট একটি বহু প্রাচীন জমিদারি বাংলো হিসেবে জানা যায় যা বর্তমানে হেরিটেজ বাড়ির আওতায় পড়ে। এখানে থাকলে নিজেকে জমিদারের থেকে কম মনে হবে না। আসতে গেলে তাদের ওয়েবসাইটে বুকিং করে আসতে হবে সেখানেই দেওয়া আছে ফোন নম্বর, রয়েছে থাকা খাওয়ার এলাহি বন্দোবস্ত।
advertisement
advertisement
advertisement
*মাদার্স হাট: নদিয়া জেলায় শুধু নয়, গোটা বাংলার বুকে এই ধরনের হোটেল কাম রেস্টুরেন্ট খুবই কম রয়েছে যেটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এবং এটিই প্রথম একটি রেস্টুরেন্ট যেখানে সর্বপ্রথম রোবট দিয়ে খাবার পরিবেশন করা হয়। জাতীয় সড়কের ওপরে অত্যন্ত মনোরম পরিবেশে একদিন এসে যাচাই করে দেখতেই পারেন।
advertisement
*পলাশি মনুমেন্ট: ইতিহাস যাদের ভাল লাগে এই জায়গাটি তাদের জন্যই। এটি হল ইস্ট-ইন্ডিয়া কোম্পানির উত্থান এবং ভারতীয় রাজাদের পতনের অন্যতম এক অধ্যায়ের স্মৃতি। সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলার শাসন দখলে নেয় এই জায়গা থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে এখানে রাত্রিবাসের সেভাবে ব্যবস্থা নেই, একদিনেই ঘুরে আপনাকে চলে আসতে হবে বহরমপুর কিংবা কৃষ্ণনগরে।









