Day out Trip: নদী, জলরাশি, সবুজের সমারোহ...আপনার একদিনের গন্তব্য হোক কলকাতার কাছেই 'এই' জায়গা, ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Day out Trip: এই জায়গায় কোনওরকম ভিড় নেই, নেই শহরের কোলাহল। ফলে আপনি নির্ভেজালভাবে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। ছোট বাচ্চাদের জন্যও এটি এক আদর্শ স্থান নদী, পাখির ডাক আর সবুজে মোড়া পরিবেশ তাদেরও আনন্দ দেবে।
*কর্মব্যস্ত জীবনের একঘেয়েমির মাঝে একটু স্বস্তি খোঁজেন না, এমন মানুষ কমই আছেন। শহরের কোলাহল, ধোঁয়া-ধুলো আর নিরন্তর দৌড়ঝাঁপের ফাঁকে মাঝে মাঝে মন চায় প্রকৃতির কোলে হারিয়ে যেতে। কিন্তু সময়ের অভাবে অনেকেই তা আর হয়ে ওঠে না। তবে আপনার জন্য রয়েছে এক অপূর্ব সমাধান, কলকাতার একদম কাছেই, মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত এক শান্ত, নিরিবিলি অথচ মন ছুঁয়ে যাওয়া স্থান কুলটি লকগেট, যা অবস্থিত উত্তর ২৪ পরগণার হাড়োয়া-মিনাখাঁ এলাকার বিদ্যাধরী নদীর তীরে।
advertisement
*এই কুলটি লকগেট ঘিরে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বিদ্যাধরী নদী এবং বাগজোলা খালের সংযোগস্থলে তৈরি এই জলাধার থেকে নিরন্তর জলের গর্জন যেন প্রকৃতির এক ছন্দে আপনাকে শিহরণে ভরিয়ে তুলবে। লক গেটের ওপর দাঁড়িয়ে নদীর দিগন্ত বিস্তৃত দৃশ্য আর সেই সঙ্গে ঝর্ণার মতো ছুটে চলা সাদা ফ্যানার জলরাশি এক মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।
advertisement
advertisement
advertisement
advertisement