Valuable Wood Recovery: পাচারের আগেই উদ্ধার বহুমূল্যের কাঠ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Valuable Wood Recovery: বীরপাড়া এলাকায় বেশকিছুদিন ধরেই বেড়েছে বেআইনি কাঠ পাচারের ঘটনা। এদিকে কাঠ পাচার রুখতে যদিও তৎপর বীরপাড়া থানার পুলিশ ও বন দফতর
আলিপুরদুয়ার: বিরাট সাফল্য পেলেন বীরপাড়া থানার পুলিশ ও দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। পাচারের আগেই উদ্ধার হল মূল্যবান কাঠ। ফলে ভেস্তে গেল পাচারকারীদের প্রচেষ্টা।
বীরপাড়া এলাকায় বেশকিছুদিন ধরেই বেড়েছে বেআইনি কাঠ পাচারের ঘটনা। এদিকে কাঠ পাচার রুখতে যদিও তৎপর বীরপাড়া থানার পুলিশ ও বন দফতর। গত দু’দিন ধরে গভীর রাতে দু’টি অভিযান চালায় পুলিশ ও বন দফতর। তাতে ১ লক্ষ ৮০ হাজার টাকার কাঠ বাজেয়াপ্ত হয়েছে। এক পাচারকারীকেও গ্রেফতার করেন বনকর্মীরা। জানা যায়, অভিযানের সময় লঙ্কাপাড়া রোড থেকে রাজা বসুমাতারি নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মূল্যবান কাঠ উদ্ধার করেছে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা।
advertisement
advertisement
আলিপুরদুয়ার মহকুমা আদালত ওই ব্যক্তির জেল হাজতের নির্দেশ দিয়েছে। গতকাল গভীর রাতে বীরপাড়ার নাংডালা রোডে পাচারের সময় একটি কাঠবোঝাই ছোট গাড়িকে তাড়া করেন বনকর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি ফেলে পালায় চালক। এরপর বনকর্মীরা গাড়িটি রেঞ্জ অফিসে নিয়ে আসেন। বর্তমানে গাড়ির মালিকের খোঁজ চলছে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 4:46 PM IST