লরির পিছনে সজোরে ধাক্কা পড়ুয়া বোঝাই টোটোর! ভয়ঙ্কর কাণ্ড মালদহে

Last Updated:

রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিকে পিছন থেকে ধাক্কা মারে স্কুলের পড়ুয়া বোঝাই টোটো। এই ঘটনায় আহত হয় টোটো চালক সহ ৫ জন স্কুল পড়ুয়া। আহতদের অবস্থা আশঙ্কাজনক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মালদহ, গোপাল সূত্রধর: স্কুল পড়ুয়াদের নিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ল টোটো। দুর্ঘটনাটি ঘটেছে গাজোলে। রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিকে পিছন থেকে ধাক্কা মারে স্কুলের পড়ুয়া বোঝাই টোটো। এই ঘটনায় আহত হয় টোটো চালক সহ ৫ জন স্কুল পড়ুয়া।
গাজোল থানার অন্তর্গত ময়না এলাকার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুর্ঘটনা ঘটার পরপরই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা তড়িঘড়ি করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে।
আরও পড়ুন: বার্ধক্য ভাতার আবেদন করতে এসে বৃদ্ধের অস্বাভাবিক মৃ*ত্যু! আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে চাঞ্চল্য
এই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা করা হয় ওই শিশুদের। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি করে ওই স্কুল পড়ুয়াদের মালদহ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: একই রাতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরপর তিনটি বাড়িতে চুরি! এই শহর জুড়ে শোরগোল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুল ছুটির পর টোটোতে করে ওই স্কুল পড়ুয়ারা ফিরছিল। টোটোয় সেই সময় সজোরে গান বাজছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মেরে বসে টোটোটি। এই ঘটনায় একসঙ্গে এতগুলো স্কুল পড়ুয়া আহত হওয়ায় বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লরির পিছনে সজোরে ধাক্কা পড়ুয়া বোঝাই টোটোর! ভয়ঙ্কর কাণ্ড মালদহে
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement