একই রাতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরপর তিনটি বাড়িতে চুরি! এই শহর জুড়ে শোরগোল
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
চোরেরা বাড়িতে ঢুকে বাইরে থেকে ঘরের থেকে দরজা বন্ধ করে দেয়। বাড়ির অন্যান্য ঘরগুলি ফাঁকা ছিল। সেখানে দুটি টিনের বাক্সের তালা ভেঙে একপ্রকার বাধাহীনভাবে চুরি করে চোরেরা। কিছু একটা সমস্যা হচ্ছে বুঝতে পেরে তিনি মধ্যরাতে ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়াল পুরুলিয়া শহরে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত বেলমা এলাকায়। পরপর এলাকার তিনটি বাড়িতে চুরি হয়। নগদ টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলমার বাসিন্দা ধনঞ্জয় পরামানিক, ধীরেন রজক এবং মুসলেম আনসারির বাড়িতে চুরি হয়।
রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঘুমোচ্ছিলেন ধনঞ্জয় পরামানিক। চোরেরা বাড়িতে ঢুকে বাইরে থেকে ঘরের থেকে দরজা বন্ধ করে দেয়। বাড়ির অন্যান্য ঘরগুলি ফাঁকা ছিল। সেখানে দুটি টিনের বাক্সের তালা ভেঙে একপ্রকার বাধাহীনভাবে চুরি করে চোরেরা। কিছু একটা সমস্যা হচ্ছে বুঝতে পেরে তিনি মধ্যরাতে ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। তারপরই চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করেন ধনঞ্জয়বাবু। প্রতিবেশীরা এসে তাঁর দরজা খুলে দিলে বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে।
advertisement
আরও পড়ুন: সস্তার মেশিন কাপড়ের ভিড়ে টিকে থাকার লড়াইয়ে তাঁত শিল্পীরা
ধনঞ্জয় পরামানিকের দাবি বাক্সের ভিতরে এক জোড়া কানের দুল ও রুপোর তোড়া ছিল। একই কায়দায় ওই গ্রামের বাসিন্দা ধীরেন রজকের বাড়িতেও চুরি হয় বলে অভিযোগ। তাঁর বাড়ির আলমারি ভেঙে প্রায় ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না লুট হয়েছে বলে অভিযোগ। ওই এলাকার আরও এক বাসিন্দা মুসলিম আনসারি। তিনি তাঁর স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ি ফাঁকা পেয়ে সেই সুযোগে তাঁর বাড়িতে চুরি করে চোরের দল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, মুসলিম আনসারির বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা ও সোনার গহনা খোওয়া গিয়েছে। পুরুলিয়ার মফস্বল থানায় তিনটি চুরির ঘটনারই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, এই তিনটি চুরির ঘটনা একই চোরের দলের কীর্তি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 5:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই রাতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরপর তিনটি বাড়িতে চুরি! এই শহর জুড়ে শোরগোল