একই রাতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরপর তিনটি বাড়িতে চুরি! এই শহর জুড়ে শোরগোল

Last Updated:

চোরেরা বাড়িতে ঢুকে বাইরে থেকে ঘরের থেকে দরজা বন্ধ করে দেয়। ‌বাড়ির অন্যান্য ঘরগুলি ফাঁকা ছিল। সেখানে দুটি টিনের বাক্সের তালা ভেঙে একপ্রকার বাধাহীনভাবে চুরি করে চোরেরা। কিছু একটা সমস্যা হচ্ছে বুঝতে পেরে তিনি মধ্যরাতে ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ

দুঃসাহসিক চুরি পুরুলিয়ায়
দুঃসাহসিক চুরি পুরুলিয়ায়
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়াল পুরুলিয়া শহরে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত বেলমা এলাকায়। পরপর এলাকার তিনটি বাড়িতে চুরি হয়। নগদ টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলমার বাসিন্দা ধনঞ্জয় পরামানিক, ধীরেন রজক এবং মুসলেম আনসারির বাড়িতে চুরি হয়।
রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঘুমোচ্ছিলেন ধনঞ্জয় পরামানিক। চোরেরা বাড়িতে ঢুকে বাইরে থেকে ঘরের থেকে দরজা বন্ধ করে দেয়। ‌বাড়ির অন্যান্য ঘরগুলি ফাঁকা ছিল। সেখানে দুটি টিনের বাক্সের তালা ভেঙে একপ্রকার বাধাহীনভাবে চুরি করে চোরেরা। কিছু একটা সমস্যা হচ্ছে বুঝতে পেরে তিনি মধ্যরাতে ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। তারপরই চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করেন ধনঞ্জয়বাবু। ‌প্রতিবেশীরা এসে তাঁর দরজা খুলে দিলে বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে।
advertisement
আরও পড়ুন: সস্তার মেশিন কাপড়ের ভিড়ে টিকে থাকার লড়াইয়ে তাঁত শিল্পীরা
ধনঞ্জয় পরামানিকের দাবি বাক্সের ভিতরে এক জোড়া কানের দুল ও রুপোর তোড়া ছিল। একই কায়দায় ওই গ্রামের বাসিন্দা ধীরেন রজকের বাড়িতেও চুরি হয় বলে অভিযোগ। তাঁর বাড়ির আলমারি ভেঙে প্রায় ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না লুট হয়েছে বলে অভিযোগ। ওই এলাকার আরও এক বাসিন্দা মুসলিম আনসারি। তিনি তাঁর স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ি ফাঁকা পেয়ে সেই সুযোগে তাঁর বাড়িতে চুরি করে চোরের দল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, মুসলিম আনসারির বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা ও সোনার গহনা খোওয়া গিয়েছে। পুরুলিয়ার মফস্বল থানায় তিনটি চুরির ঘটনার‌ই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, এই তিনটি চুরির ঘটনা একই চোরের দলের কীর্তি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই রাতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরপর তিনটি বাড়িতে চুরি! এই শহর জুড়ে শোরগোল
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement