বার্ধক্য ভাতার আবেদন করতে এসে বৃদ্ধের অস্বাভাবিক মৃ*ত্যু! আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে চাঞ্চল্য

Last Updated:

সোমবার দুপুরে ওই ক্যাম্পে আমডোব এলাকার হযরত আলি মণ্ডল নামে ওই বৃদ্ধ হাজির হন। তিনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে এসেছিলেন। হঠাৎই স্কুল প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ক্যাম্পের কাছেই অবস্থিত এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়

বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু
বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া: আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বৃদ্ধ ভাতার জন্যে আবেদন করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হৃ বৃদ্ধের। বাগদার ঘটনা। ক্যাম্পে বৃদ্ধ ভাতার আবেদন করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ৭৫ বছরের হযরত আলি মণ্ডলের।
উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের আষারু গ্রাম পঞ্চায়েতের আমডোব উচ্চ বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসেছে। সোমবার দুপুরে ওই ক্যাম্পে আমডোব এলাকার হযরত আলি মণ্ডল নামে ওই বৃদ্ধ হাজির হন। তিনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে এসেছিলেন। হঠাৎই স্কুল প্রাঙ্গণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ক্যাম্পের কাছেই অবস্থিত এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক হযরত আলি মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: একই রাতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরপর তিনটি বাড়িতে চুরি! এই শহর জুড়ে শোরগোল
এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত হযরত আলির ভাইপো বলেন, জেঠু অসুস্থ ছিলেন। বার্ধক্য ভাতার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
advertisement
আরও পড়ুন: সস্তার মেশিন কাপড়ের ভিড়ে টিকে থাকার লড়াইয়ে তাঁত শিল্পীরা
এই প্রসঙ্গে বাগদার বিডিও প্রসূন পরামানিক জানান, ঘটনাটা অত্যন্ত প্যাথেটিক। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে উনি এসেছিলেন, সেখানে অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্যকর্মীরা চেষ্টা করেছিলেন। পাশে ডাক্তারের কাছে নিয়ে গেলে‌ও প্রাণ রক্ষা করা যায়নি। আমরা পরিবারের পাশে আছি। স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা হয়েছে। বিএমওএইচ-এর সঙ্গেও কথা হয়েছে। তিনি জানান, ওই ব্যক্তি বার্ধক্য ভাতার জন্য ক্যাম্পে এসেছিলেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বার্ধক্য ভাতার আবেদন করতে এসে বৃদ্ধের অস্বাভাবিক মৃ*ত্যু! আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement