Fake Teacher Arrested: নথি জাল করে শিক্ষক, আসছিল বেতনও! পুলিশি তদন্তেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল

Last Updated:

Fake Teacher Arrested: ঘটনায় প্রশ্নের মুখে হরিশ্চন্দ্রপুর- ২ নম্বর ব্লকের তৎকালীন স্কুল ইনচার্জের ভূমিকাও। 

ভুয়ো শিক্ষক গ্রেফতার
ভুয়ো শিক্ষক গ্রেফতার
মালদহ: আদালতের নির্দেশে গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক। জাল নিয়োগ পত্র নিয়ে চাকরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের দাবি, তার কাছ থেকে চার লক্ষ টাকার বিনিময়ে নিয়োগপত্র পাইয়ে দিয়েছিলেন এক রাজনৈতিক দলের নেতা।
জাল নিয়োগ পত্র নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে সহ-শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিল মহম্মদ মহসিন। বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের রাধিকাপুর গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর বেতাহাল প্রাথমিক বিদ্যালয়ে গত ২০১৭ সালের ১৬ মার্চ তারিখে কাজের যোগদান করে সে। সাত থেকে আট মাস ওই স্কুলে শিক্ষকতা করে এক মাসের বেতনও তোলে। এরপর ওই ব্যক্তির সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় 'জাল' নিয়োগ ও নথির বিষয়টি ধরে ফেলে স্কুল শিক্ষা দফতর। যথারীতি তার বেতন বন্ধ হয়ে যায়। ফলে স্কুলে যাওয়াও বন্ধ করে দেয় সে।
advertisement
advertisement
২০১৯ সালে হাইকোর্টে মামলা করে বেতন না পাওয়ার জন্য। তার দাবি ছিল কাজ করেও বেতন মেলেনি। ফলে বকেয়া বেতন নিশ্চিত করতে হবে। এই মামলায় হাইকোর্ট স্থানীয় থানার কাছে তার তথ্যের ভেরিফিকেশন চায়। সেই রিপোর্ট পাওয়ার পরেই হাইকোর্টে খারিজ হয় মামলা।
শুধু তাই নয়, মিথ্যে মামলা করায় আদালতের নির্দেশে ১ মাসের পাওয়া বেতন ১৭, ২৭৬ টাকা সরকারকে ফেরত দিতে বলা হয়। পাশাপাশি ওই ভুয়ো শিক্ষকের বিরুদ্ধে গ্ৰেফতারি পরোয়ানা জারি করে আদালত। বুধবার রাতে বাড়ি থেকে ভুয়ো শিক্ষক মহম্মদ মহসিনকে গ্ৰেফতার করে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
advertisement
ধৃত মহম্মদ মহসিন পুলিশকে জানিয়েছে, ২০১৭ সালে মোথাবাড়ি থানার এক রাজনৈতিক দলের নেতাকে ৪ লক্ষ টাকা দিয়ে শিক্ষকের নিয়োগ পত্র হাতে পেয়েছিল সে। যে নেতার নামে তিনি অভিযোগ তুলেছেন, তার বিষয়েও খোঁজ খবর নিচ্ছে পুলিশ। ঘটনায় প্রশ্নের মুখে হরিশ্চন্দ্রপুর- ২ নম্বর ব্লকের তৎকালীন স্কুল ইনচার্জের ভূমিকাও।
advertisement
বেতাহাল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল আলাউদ্দিন বলেন, ভুয়ো শিক্ষক বা জাল নিয়োগ পত্রের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে। আমাদের কাছে সেই সময় যা কাগজ এসেছিল, আমরা তা পাঠিয়ে ছিলাম। ভেরিফিকেশন করার অধিকার আমাদের নেই। সমস্ত নির্দেশই আদালত আর প্রশাসনের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fake Teacher Arrested: নথি জাল করে শিক্ষক, আসছিল বেতনও! পুলিশি তদন্তেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement