মারুতি সুজুকি আনল কনসেপ্ট EVX, এক চার্জে চলবে ৫৫০ কিমি

অটো এক্সপো ২০২৩-এ প্রথম কনসেপ্ট ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে এল বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি

এই নতুন ডিজাইনের স্পোর্টস ইউটিলিটি কার, ইভিএক্স, ২০২৫ সালে বাজারে আসবে

‘বিশ্ব উষ্ণায়ণের সঙ্গে লড়াই সুজুকি গ্রুপের কাছে অগ্রাধিকার আমরা ২০২৫ সালের মধ্যে এই গাড়ি বাজারে আনার ইচ্ছে রয়েছে’ 

জানালেন এসএমসি-র সভাপতি এবং রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর তোশিহিরো সুজুকি

পাশাপাশি গত বছরের মার্চের ঘোষণা অনুযায়ী সুজুকি ভারতে বিইভিএস (ব্যাটারি ইলেকট্রিক গাড়ি) 

এবং তাদের ব্যাটারি উৎপাদনে ১০০ বিলিয়ন ডলার (১০ হাজার কোটি টাকা) বিনিয়োগ করব

এই গাড়িতে থাকছে এসইউভি-র সমস্ত বৈশিষ্ট

জানা গিয়েছে, মারুতি এবং টয়েটো তাদের এসইউভি-র জন্য একই প্ল্যাটফর্ম শেয়ার করবে,এই নতুন প্ল্যাটফর্ম ভবিষ্যতে ইভি তৈরি করতে ব্যবহার করা হবে

মারুতির কনসেপ্ট ইভিএক্স এসইউভি ৪,৩০০ মিমি লম্বা এবং ১,৮০০ মিমি চওড়া। এতে থাকছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স

বাইরের বডিতে দেওয়া হয়েছে রাগড ক্ল্যাডিং, ছাদ ঢালু, একবার চার্জ দিলে ৫৫০ কিলোমিটার পর্যন্ত চলবে কনসেপ্ট ইভিএক্স এসইউভি

এতে লাগানো হয়েছে ৬০ কেডব্লিউএইচ ব্যাটারি প্যাক

এছাড়া কোম্পানি ৪৮ কেডব্লিউএইচ-এর ছোট ব্যাটারি প্যাক সহ এন্ট্রি লেভেল সংস্করণও আনবে বলে আশা করা হচ্ছে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন