ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ

Last Updated:

ব্রিটিশ একটি সংবাদপত্রের দাবি, হ্যারি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী মেঘান মর্কেলকে নিয়ে যত সমস্যা এই রাজপরিবারের৷

#লন্ডন: ইংল্যান্ড রাজ পরিবারে মারাত্মক কাণ্ড৷ রাজপুত্রদের মধ্যে ঝামেলা পৌঁছে গেল একেবারে মারমারিতে৷ আর তাতেই সরগরম হয়ে উঠল রাজপরিবারের রাজনীতি৷ প্রিন্স হ্যারি অভিযোগ করেছেন, তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন প্রিন্স উইলিয়াম৷ তাঁকে কলার ধরে মারধর করা হয়েছে, মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন উইলিয়াম, তেমনই অভিযোগ করছেন তিনি৷ মেঘান মর্কেলের সঙ্গে তাঁর বিয়ের কারণেই এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন৷
ব্রিটিশ একটি সংবাদপত্রের দাবি, হ্যারি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী মেঘান মর্কেলকে নিয়ে যত সমস্যা এই রাজপরিবারের৷ সেই কারণের উইলিয়াম বার বার তাঁর স্ত্রীকে ‘অভদ্র’ ইত্যাদি বলে আক্রমণ করা হয়েছে৷ সেই কারণেই এদের দু’জনের মধ্যে ঝামেলা ক্রমে বাড়তে থাকে৷ হ্যারি সংবাদপত্রে বলেছে, ‘‘এই ঘটনা খুব তাড়াতাড়ি ঘটেছিল৷ উইলিয়াম আমাকে মারতে এসেছিল৷ এসে আমার কলার ধরেছিল৷ আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল মাটিতে৷’’ এই কথা হ্যারি নিজেই লিখেছএন এর আগে৷
advertisement
advertisement
তিনি লিখেছিলেন, ‘‘আমি অনেকটা দূরে পড়ে গিয়েছিলাম৷ আমার কোমরে খুব চোট লাগে৷ ডাস্টবিনের ভাঙা অংশ আমার শরীরে ঢুকে যায়৷ আমি কিচ্ছুক্ষণ অর্ধচৈতন্যে পড়েছিলাম ওখানেই৷’’ তাঁকে সেই ঘটনাস্থল ছাড়তে হয়েছিল বড় একটি শারীরিক ক্ষত নিয়ে, সে কথাও বলেছিলেন তিনি৷
advertisement
নটিংহ্যাম কটেজেও এর মারাত্মক ঘটনা ঘটেছিল বলে শোনা যায়৷ সেখানেও হ্যারি ও উইলিয়ামের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল৷ হ্যারি সংবাদ মহলে জানিয়েছেন, তিনি তাঁর মুক্তি-আসন্ন আত্মজীবনীতে এই বিষয়গুলি লিখেছেন৷ যদিও পরে একাধিকবার উইলিয়াম এই নিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement