Viral || Biryani Vs Condom: মারকাটারি চাহিদা! বিরিয়ানিকে টেক্কা দিল Condom? বর্ষবরণের রাতে কী ভাবে 'বিরাট' লক্ষ্মীলাভ স্যুইগির? চমকে যাবেন!

Last Updated:
Viral || Biryani Vs Condom: উত্তর শুনলে চমকে যাবেন এক মুহূর্তে। দেখা গেল অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির লক্ষ্মীলাভ ছিল আকাশছোঁয়া। কিন্তু কোন জিনিসের চাহিদা কেমন ছিল তা জেনে নিন এক ঝলক?
1/7
বাইশ শেষে তেইশে পা। পাল্টে গেল বছর। আর সেই নতুন বছরে পা দেওয়ার মুহূর্ত অর্থাৎ বর্ষবরণের রাতকে স্মরণীয় করে রাখতে সেলিব্রেশন ছিল গোটা বিশ্ব জুড়ে। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতেছিল সারা দেশ। আলোকমালয় সেজে উঠেছিল ছোট-বড়ো রেস্তোরাঁ থেকে শহরের মূল রাস্তাগুলি। তবে পার্টিতে বা রেস্তোরাঁয় ব্যস্ত না থেকে অনেকেই বন্ধু ও পরিবারদের নিয়ে কাটিয়েছেন বাড়িতেই পার্টিতে।
বাইশ শেষে তেইশে পা। পাল্টে গেল বছর। আর সেই নতুন বছরে পা দেওয়ার মুহূর্ত অর্থাৎ বর্ষবরণের রাতকে স্মরণীয় করে রাখতে সেলিব্রেশন ছিল গোটা বিশ্ব জুড়ে। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতেছিল সারা দেশ। আলোকমালয় সেজে উঠেছিল ছোট-বড়ো রেস্তোরাঁ থেকে শহরের মূল রাস্তাগুলি। তবে পার্টিতে বা রেস্তোরাঁয় ব্যস্ত না থেকে অনেকেই বন্ধু ও পরিবারদের নিয়ে কাটিয়েছেন বাড়িতেই পার্টিতে।
advertisement
2/7
হাউস পার্টির রমরমাও কম ছিল না এই বর্ষবরণের রাতে। পরিজন, বন্ধুদের নিয়ে বাড়ির চার গন্ডিতেই কাটানো মানুষের সমস্ত রকম আবদার মেটাল অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি। আর এই বিশেষ রাতে তাঁদের ব্যবসা হল কেমন? লাভই বা কত? উত্তর শুনলে চমকে যাবেন এক মুহূর্তে। দেখা গেল অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির লক্ষ্মীলাভ ছিল আকাশছোঁয়া। কিন্তু কোন জিনিসের চাহিদা কেমন ছিল তা জেনে নিন এক ঝলক?
হাউস পার্টির রমরমাও কম ছিল না এই বর্ষবরণের রাতে। পরিজন, বন্ধুদের নিয়ে বাড়ির চার গন্ডিতেই কাটানো মানুষের সমস্ত রকম আবদার মেটাল অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি। আর এই বিশেষ রাতে তাঁদের ব্যবসা হল কেমন? লাভই বা কত? উত্তর শুনলে চমকে যাবেন এক মুহূর্তে। দেখা গেল অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির লক্ষ্মীলাভ ছিল আকাশছোঁয়া। কিন্তু কোন জিনিসের চাহিদা কেমন ছিল তা জেনে নিন এক ঝলক?
advertisement
3/7
বলাই বাহুল্য এই দেশে যে কোনও সেলিব্রেশনের খাওয়া দাওয়া মানেই, ভারতীয়দের একমাত্র পছন্দ বিরিয়ানি। ক্রেতারা সবচেয়ে বেশি পছন্দ করেছেন বিরিয়ানিকেই।
বলাই বাহুল্য এই দেশে যে কোনও সেলিব্রেশনের খাওয়া দাওয়া মানেই, ভারতীয়দের একমাত্র পছন্দ বিরিয়ানি। ক্রেতারা সবচেয়ে বেশি পছন্দ করেছেন বিরিয়ানিকেই।
advertisement
4/7
দ্বিতীয় স্থানে ছিল পিৎজা। জানা যাচ্ছে, ৩১ ডিসেম্বরের রাতে দেশজুড়ে সাড়ে তিন লক্ষ বিরিয়ানি ডেলিভারি করেছে সুইগি। রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত দেশজুড়ে ৬১ হাজারেরও বেশি পিৎজা পৌঁছে গিয়েছে ক্রেতাদের ঠিকানায়। শুধু তাই নয় ১.৭৬ লক্ষ চিপ্সও কিনেছেন ক্রেতারা। একদিনেই যা লক্ষ্মীলাভ হয়ছে সংস্থার তাঁর অঙ্ক আকাশ ছোঁয়া।
দ্বিতীয় স্থানে ছিল পিৎজা। জানা যাচ্ছে, ৩১ ডিসেম্বরের রাতে দেশজুড়ে সাড়ে তিন লক্ষ বিরিয়ানি ডেলিভারি করেছে সুইগি। রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত দেশজুড়ে ৬১ হাজারেরও বেশি পিৎজা পৌঁছে গিয়েছে ক্রেতাদের ঠিকানায়। শুধু তাই নয় ১.৭৬ লক্ষ চিপ্সও কিনেছেন ক্রেতারা। একদিনেই যা লক্ষ্মীলাভ হয়ছে সংস্থার তাঁর অঙ্ক আকাশ ছোঁয়া।
advertisement
5/7
সুইগির তরফে এদিন একটি বিরিয়ানি পোল খোলা হয়েছিল যেখানে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি ৭৫.৪ শতাংশ মানুষ পছন্দ করেছেনা এটি। এরপর লখনউ বিরিয়ানি রয়েছে দ্বিতীয় স্থানে। তারপর জায়গা করে নিয়েছে কলকাতা। রেটিং ১০.৪।
সুইগির তরফে এদিন একটি বিরিয়ানি পোল খোলা হয়েছিল যেখানে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি ৭৫.৪ শতাংশ মানুষ পছন্দ করেছেনা এটি। এরপর লখনউ বিরিয়ানি রয়েছে দ্বিতীয় স্থানে। তারপর জায়গা করে নিয়েছে কলকাতা। রেটিং ১০.৪।
advertisement
6/7
তবে শুধুই খানাপিনা মোটেই নয়। বর্ষবরণের রাতকে বিশেষ করে তুলেছে কন্ডোমের বিক্রিও। কন্ডোমের চাহিদা এদিন ছিল আকাশ ছোঁয়া।
তবে শুধুই খানাপিনা মোটেই নয়। বর্ষবরণের রাতকে বিশেষ করে তুলেছে কন্ডোমের বিক্রিও। কন্ডোমের চাহিদা এদিন ছিল আকাশ ছোঁয়া।
advertisement
7/7
সুইগিতেই ২৭৫৭ টি কন্ডোম অর্ডার হয়েছে বলে জানা গিয়েছে। ফলে বর্ষবরণের দিনের উদযাপন বৈচিত্র যে নজর কাড়া তাতে সন্দেহ নেই।
সুইগিতেই ২৭৫৭ টি কন্ডোম অর্ডার হয়েছে বলে জানা গিয়েছে। ফলে বর্ষবরণের দিনের উদযাপন বৈচিত্র যে নজর কাড়া তাতে সন্দেহ নেই।
advertisement
advertisement
advertisement