Extra Marital Affair: 'বিবাহ বর্হিভূত সম্পর্কের' জের! মহিলার চুল কেটে যা করলেন পাড়া প্রতিবেশীরা... তোলপাড় ইংরেজবাজার!

Last Updated:

Extra Marital Affair: ভাসুরের ছেলের আত্মহত্যা, প্ররোচনার অভিযোগ মহিলার বিরুদ্ধে। কেটে নেওয়া হয় মহিলার মাথার চুল। মালদহের ইংরেজবাজারের হঠাৎকলোনি এলাকার ঘটনা।

'বিবাহ বর্হিভূত সম্পর্কের' জের
'বিবাহ বর্হিভূত সম্পর্কের' জের
#মালদহ: মহিলার চুল কেটে শাস্তি, মারধর। ভাসুরের ছেলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে অত্যাচার। দিন কয়েক আগে আত্মঘাতী হয় ওই মহিলার ভাসুরের ছেলে। এরপর থেকেই গা ঢাকা দেন ওই মহিলা। সকালে বাড়িতে ফিরতেই ওই মহিলাকে ধরে ফেলে মৃত যুবকের স্ত্রী ও পাড়া - প্রতিবেশীরা। চলে মারধর। কেটে নেওয়া হয় মহিলার মাথার চুল। মালদহের ইংরেজবাজারের হঠাৎকলোনি এলাকার ঘটনা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার করা হয় ওই মহিলাকে।
দিন তিনেক আগে ইংরেজবাজারের হঠাৎ কলোনীর এলাকার বাসিন্দা তোতন কর্মকার নামে ওই যুবক অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়। পরিবারে স্ত্রী ছাড়াও সন্তান রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে ওই যুবক এবং অভিযুক্ত কাকিমার বিবাহ বর্হিবূত সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এমন কি পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে এ নিয়ে সালিশী বিচারও হয়। সেখানে বিবাহ বর্হিভূত সম্পর্ক না রাখার জন্য সতর্ক করা হয় ওই মহিলাকে। কিন্তু এর পরেও ওই যুবককে সংসার ছাড়ার জন্য অভিযুক্ত মহিলা চাপ দিতেন বলে অভিযোগ।
advertisement
advertisement
মৃত যুবকের স্ত্রীর দাবি বাড়িতে আসা যাওয়ার সুযোগে স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান কাকিমা। এই নিয়ে আপত্তি করেও কাজের কাজ হয়নি । বিবাহিত জেনেও ভাসুরের ছেলেকে সম্পর্ক জড়ানোর জন্য নানাভাবে চাপ দিতেন ওই মহিলা এমনটাই অভিযোগ। স্ত্রী ও সংসার না ছাড়ায় সম্প্রতি তাঁর ওপর চাপ বাড়ায় কাকিমা।
advertisement
শেষ পর্যন্ত মানসিক চাপেই ওই যুবক আত্মঘাতী হয়েছে বলেও দাবি মৃতের স্ত্রীর। পুলিশ জানিয়েছে , ওই মহিলার চুল কেটে নেওয়া হয়েছে । উত্তেজনা থাকায়  ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আত্মহত্যায় প্ররোচনা অথবা মারধর চুল কেঁটে নেওয়া নিয়ে দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Extra Marital Affair: 'বিবাহ বর্হিভূত সম্পর্কের' জের! মহিলার চুল কেটে যা করলেন পাড়া প্রতিবেশীরা... তোলপাড় ইংরেজবাজার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement