'সিআইডি এখন টাকা তোলার জায়গা...', সেই টাকার গন্তব্য প্রসঙ্গে 'বিস্ফোরক' শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari: শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে জনপ্রিয় চরিত্র 'ফেলুদা'কে স্মরণ করালেন শুভেন্দু। 

শুভেন্দু অধিকারী
ফাইল ছবি
শুভেন্দু অধিকারী ফাইল ছবি
#কলকাতা: রাজ্যের বেহাল আইন শৃঙ্খলার পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় পোস্টে 'ফেলুদা' চরিত্রের উল্লেখ।   'কলকাতার পাশাপাশি পাঁশকুড়া, বজবজ সহ বিভিন্ন জেলাতেই প্রায় প্রতিদিনই চলছে গুলির লড়াই আর বোমাবাজি। জতুগৃহে পরিণত হয়েছে বাংলা। রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী তথা  পুলিশ মন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়'।
আইন-শৃঙ্খলার প্রশ্নে ফের একবার ঠিক এই ভাষাতেই সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই মর্মে চিঠি লিখেও অবগত করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন-শৃঙ্খলার যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতি শাসনের মত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্যের পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বিগ্ন বলে দাবি করে শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ, 'রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি কিম্বা প্রশাসনের ওপর আমাদের কোনও আস্থা নেই। মুখ্যমন্ত্রী সব ঘটনাতেই সিআইডি তদন্তের নির্দেশ দিলেও কোনও লাভ হয় না।
advertisement
advertisement
রাজ্যের বেশ কয়েকটি ঘটনায় ইতিমধ্যেই তদন্ত করছে এনআইএ। আর রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি-র কাজ শুধু 'তোলা' আদায় করে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া। আমার কাছে এ ব্যাপারে নির্দিষ্ট সব তথ্য আছে যে, একজন আইনজীবী ও আইপিএস- এর মাধ্যমে রমরমিয়ে  চলছে টাকা আদায়। শুভেন্দু অধিকারীর এও অভিযোগ ও দাবি, 'সিআইডি এখন টাকা তোলার জায়গা হয়েছে। কোথা থেকে টাকা তুলে কত টাকা তুলে কাকে দিচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আমার কাছে আছে। রাজ্যের সর্বত্র একের পর এক গুলি-বোমা কাণ্ডে সাধারণ মানুষের জীবন যখন ব্যতিব্যস্ত তখন  ভেঙে পড়া আইন-শৃঙ্খলার দিকে নজর না দিয়ে পুলিশের এখন এ রাজ্যে প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে স্রেফ বিজেপিকে জব্দ করা, বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া'।
advertisement
এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী  শিক্ষক নিয়োগ দুর্নীতি রহস্য প্রসঙ্গে গোয়েন্দাগিরির বেশ কিছু কাল্পনিক চরিত্রের ছবি ও লেখা সম্বলিত 'ফেলুদা' চরিত্রের কথা মনে করিয়ে নিজের পোস্টে লেখেন ,'কে  RK ও  DD? খুঁজছে এবার  ED'।  প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হওয়া মানিক ভট্টাচার্যের  একাধিক হোয়াটস অ্যাপ ও টেক্সট মেসেজ খতিয়ে দেখে  গোয়েন্দাদের হাতে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তার মধ্যে  RK ও  DD ও রয়েছে বলে সূত্রের খবর। নিউজ এইট্টিন বাংলাকে শুভেন্দু অধিকারী বললেন, 'আমরা চাই অবিলম্বে এই রহস্যেরও উন্মোচন করুক ইডি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'সিআইডি এখন টাকা তোলার জায়গা...', সেই টাকার গন্তব্য প্রসঙ্গে 'বিস্ফোরক' শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement