জীবন্ত রবীন্দ্রনাথকে দেখে অবাক সকলে! চোখ কচলে আবার দেখছেন অনেকেই
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে এই ব্যক্তির নাম ফনীন শর্মা। বয়স তাঁর প্রায় ৭৭ বছর। কোচবিহারে তাঁকে দেখতে লোকজন ভিড় করছেন প্রায় রোজ।
কোচবিহার: বৈশাখের শুরু থেকেই বাঙালির দিন গোনা শুরু হয় ২৫শে বৈশাখের জন্য। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশেষ দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তাই এই বিশেষ দিনটিকে মনে রাখতে প্রতি বছর সমারোহের সঙ্গে পালন করা হয়। তবে এবার বৈশাখের শুরুতেই এক ব্যক্তিকে দেখে অবাক সকলে।
কোচবিহারের দিনহাটা মহকুমা এলাকার পেটলা আলোকঝাড়ি। আর এখানেই জীবন্ত রবীন্দ্রনাথকে দেখে অবাক কমবেশি সকলেই। কবিগুরু তো পরলোক গমন করেছেন বহুদিন আগেই। তবে ইনি কে? নিশ্চয়ই প্রশ্ন জাগছে মনে! বলে রাখা ভাল, ইনি রবীন্দ্রনাথ ঠাকুর নন। তবে অবিকল রবীন্দ্র নাথ ঠাকুরের মতো দেখতে একজন ব্যক্তি। তাঁর নাম ফনীন শর্মা। বয়স তাঁর প্রায় ৭৭ বছর।
advertisement
ফনীন শর্মা জানান, “তিনি শুরু থেকে এরকম ছিলেন না। দীর্ঘ প্রায় ১০ বছর আগে থেকে এই বিষয়টি শুরু হয় তাঁর জীবনে। তাঁর মামা মারা যাওয়ার পর তিনি দাড়ি ও চুল বড় করতে শুরু করেন। আর তার পর থেকেই জীবনে এই পরিবর্তন আসে। তখন থেকে অনেকেই তাঁকে দেখে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনে করতে শুরু করেন। এলাকার মানুষেরাও তাঁকে দেখে রবীন্দ্রনাথ বলেই ডাকেন। যদিও এই বিষয়টি তিনি বেশ উপভোগ করেন। তবে তিনি সাহিত্য রচনা করতে জানেন না।”
advertisement
advertisement
আরও পড়ুন- বিদেশের মাটিতে ভারতের পতাকা হাতে বর্ধমানের সায়নী! এবার জয়লাভ করলেন জিব্রাল্টার প্রণালী
তিনি আরও জানান, “২৫ শে বৈশাখের দিনে অন্যান্য বাঙালিদের মতন তিনিও পালন করেন রবীন্দ্র জন্ম জয়ন্তী। তবে তিনি কোন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন না। একবার এলাকার কিছু ছেলেরা তাঁকে রবীন্দ্র নাথ সাজাতে চেয়েছিল। তবে তিনি বাড়িতে না থাকায় সেই সুযোগ হয়নি। তবে তিনি এভাবেই ভাল রয়েছেন। তিনি রবীন্দ্র নাথ সেজে ঘুরে বেড়াতে চান না। রবি ঠাকুরের প্রতি রয়েছে তাঁর অগাধ শ্রদ্ধা।”
advertisement
তাঁর পুত্রবধূ পুজা চন্দ্র শর্মা জানান, “দীর্ঘ সময় ধরে তাঁর শ্বশুরকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি। যদিও এই রূপ দেখতে তাঁদের ভালই লাগে তাঁদের। তবে বিয়ের পর প্রথম কয়েকদিন দেখে রীতিমতো অবাক হতেন তিনিও।” তবে রাস্তায় এই ব্যক্তিকে চোখে পড়লে যেকোন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে উঠেছেন ভেবে ভুল করতেই পারেন।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 7:49 PM IST