Jalpaiguri News: রিসোর্টে কি চলছে, দেখার ইচ্ছেয় ভোররাতে রিসোর্টের গেট ভাঙল হাতি! দেখুন সেই ভাইরাল ভিডিও
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শীতের ভোরের আতঙ্ক! চালসার রিসোর্টে হঠাৎ হানা হাতির
জলপাইগুড়ি: শীতের ভোরের আতঙ্ক! চালসার রিসোর্টে হঠাৎ হানা। ভয়েই কাঁটা পর্যটকেরা। শীতের ভোর, যখন সূর্যের আলো তখনও দিগন্তরেখায় ধরা দেয়নি। তখনই জলপাইগুড়ির চালসা ব্লকের এক বেসরকারি রিসোর্টের সামনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে দিল এক তীব্র গর্জন, যেন অদৃশ্য কোনও সংকেত পাঠিয়ে দিল চারপাশে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক।
চালসা ব্লকের বেসরকারি রিসোর্টের প্রধান গেটের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল এক বিশাল হাতি। তার ভারী পায়ের চাপেই যেন মাটি কেঁপে উঠছিল। পর্যটকরা তখনও ঘুমের ঘোরে, কিন্তু সেই গর্জনে তারা চমকে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই তারা দৌড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। গজরাজের লক্ষ্য ছিল রিসোর্টের গেট। প্রচণ্ড শক্তিতে সেটি ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল সে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো রিসোর্টে। কেউ কেউ চিৎকার করতে থাকেন, কেউ আবার মোবাইল বের করে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ঘটনাটি, যা হয়ে ওঠে নেট দুনিয়ার আলোচিত বিষয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে সৌভাগ্যের বিষয়, কিছুক্ষণ তাণ্ডব চালিয়েই হাতিটি ফিরে যায়। কিন্তু তার উপস্থিতি যেন প্রকৃতির আর মানুষের মধ্যে এক অব্যক্ত সংঘাতের চিহ্ন এঁকে দিয়ে যায়। এ ধরনের ঘটনা জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে নতুন নয়। জঙ্গল লাগোয়া এইসব রিসোর্ট প্রায়ই বন্যপ্রাণীর হানার শিকার হয়। বিশেষত, গরুমারা জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকাগুলোতে হাতির আনাগোনা লেগেই থাকে। বনের গণ্ডি পেরিয়ে লোকালয়ে প্রবেশ করা হাতিগুলো প্রায়ই খাবারের সন্ধানে আসে, আর তখনই ঘটে মানুষের সঙ্গে সংঘর্ষ। প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এই টানাপোড়েন হয়তো সহজে থামবে না। তবে বন্যপ্রাণী সংরক্ষণ এবং স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে উঠেছে। না হলে, এই সংঘাত কেবল ভয়াবহতর হবে, যার ফল ভুগতে হবে উভয়কেই—মানুষ ও প্রকৃতিকে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 29, 2025 2:52 PM IST
