নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, গন্তব্যে পৌঁছতে সময়ও লাগবে কম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা। শুক্রবার এনজেপি থেকে শিয়ালদহ দার্জিলিং মেল ছুটল বৈদ্যুতিক ইঞ্জিনে।
#জলপাইগুড়ি: নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা। শুক্রবার এনজেপি থেকে শিয়ালদহ দার্জিলিং মেল ছুটল বৈদ্যুতিক ইঞ্জিনে। ধাপে ধাপে সব ট্রেনেই জুড়বে ইলেকট্রিক ইঞ্জিন। এতে দূষণ যেমন কমবে, সাশ্রয় হবে জ্বালানিরও। গন্তব্যে পৌঁছতে সময়ও লাগবে কম।
উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবী অবশেষে মিটল। শিলিগুড়ি থেকে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা। গতবছর নভেম্বরের শেষে কাটিহার থেকে এনজেপি ও গুঞ্জরিয়া থেকে এনজেপি পর্যন্ত বৈদ্যুতিক লাইনের কাজ শেষ হয়। হয়েছে ট্রায়াল রানও। রেল সেফটি কমিটির সবুজ সংকেত দেওয়ার পরই উত্তর-পূর্ব সীমান্ত রেল ইলেকট্রিক ইঞ্জিন চালানোর সিদ্ধান্ত নেয়। এই ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে মালগাড়িও ছুটেছে।
advertisement
এবার আপ ও ডাউন লাইনে শুরু হল যাত্রীবাহী ট্রেন চলাচল। শুক্রবার রাতে এনজেপি-শিয়ালদা দার্জিলিং মেল ছুটল বৈদ্যুতিক ইঞ্জিনে।
advertisement
এনজেপি থেকে শিয়ালদা দার্জিলিং মেল, এনজেপি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস ও এসি এক্সপ্রেস , এনজেপি থেকে মালদা প্যাসেঞ্জারে জুড়ছে বৈদ্যুতিক ইঞ্জিন ৷
বৈদ্যুতিক ইঞ্জিনে দূষণ কম। জ্বালানি সাশ্রয়। সময়ও কম লাগে। আপাতত ট্রেনের সময়সূচী অপরিবর্তিতই থাকছে। খুশি যাত্রীরা।
advertisement
রেল সূত্রে খবর, চলতি মাসেই পদাতিক এক্সপ্রেসও ছুটবে বৈদ্যুতিক ইঞ্জিনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 11, 2020 3:13 PM IST