নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, গন্তব্যে পৌঁছতে সময়ও লাগবে কম

Last Updated:

নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা। শুক্রবার এনজেপি থেকে শিয়ালদহ দার্জিলিং মেল ছুটল বৈদ্যুতিক ইঞ্জিনে।

#জলপাইগুড়ি: নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা। শুক্রবার এনজেপি থেকে শিয়ালদহ দার্জিলিং মেল ছুটল বৈদ্যুতিক ইঞ্জিনে। ধাপে ধাপে সব ট্রেনেই জুড়বে ইলেকট্রিক ইঞ্জিন। এতে দূষণ যেমন কমবে, সাশ্রয় হবে জ্বালানিরও। গন্তব্যে পৌঁছতে সময়ও লাগবে কম।
উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবী অবশেষে মিটল। শিলিগুড়ি থেকে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা। গতবছর নভেম্বরের শেষে কাটিহার থেকে এনজেপি ও গুঞ্জরিয়া থেকে এনজেপি পর্যন্ত বৈদ্যুতিক লাইনের কাজ শেষ হয়। হয়েছে ট্রায়াল রানও। রেল সেফটি কমিটির সবুজ সংকেত দেওয়ার পরই উত্তর-পূর্ব সীমান্ত রেল ইলেকট্রিক ইঞ্জিন চালানোর সিদ্ধান্ত নেয়। এই ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে মালগাড়িও ছুটেছে।
advertisement
এবার আপ ও ডাউন লাইনে শুরু হল যাত্রীবাহী ট্রেন চলাচল। শুক্রবার রাতে এনজেপি-শিয়ালদা দার্জিলিং মেল ছুটল বৈদ্যুতিক ইঞ্জিনে।
advertisement
এনজেপি থেকে শিয়ালদা দার্জিলিং মেল, এনজেপি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস ও এসি এক্সপ্রেস , এনজেপি থেকে মালদা প্যাসেঞ্জারে জুড়ছে বৈদ্যুতিক ইঞ্জিন ৷
বৈদ্যুতিক ইঞ্জিনে দূষণ কম। জ্বালানি সাশ্রয়। সময়ও কম লাগে। আপাতত ট্রেনের সময়সূচী অপরিবর্তিতই থাকছে। খুশি যাত্রীরা।
advertisement
রেল সূত্রে খবর, চলতি মাসেই পদাতিক এক্সপ্রেসও ছুটবে বৈদ্যুতিক ইঞ্জিনে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, গন্তব্যে পৌঁছতে সময়ও লাগবে কম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement