Durga Puja 2024: দর্শনার্থীদের মন কাড়ছে শিলিগুড়ির ক্লাবের পুজোর থিম 'দৃষ্টিকোণ'

Last Updated:

শিলিগুড়ির দুর্গাপুজোগুলির মধ্যে সুব্রত সংঘ অন্যতম। বিগত কয়েক বছর যাবত লাগাতার আকর্ষণীয় পুজো মন্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সংঘ। ব্যতিক্রম নয় এবারের তাদের দুর্গাপূজো। এবারে তাদের ৬৭তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজো। এবারের পুজোর বিশেষ আকর্ষণ “দৃষ্টিকোণ”। সুব্রত সংঘ তাদের দৃষ্টিকোণ থিমে রেখেছে মর্ডান বডি আর্ট। মেদিনীপুরের তিন শিল্পী শুভেন্দুবিকাশ বেরা, সৈকত মাইতি এবং গোপাল মান্না দৃষ্টিকোণ থিমে মণ্ডপ তৈরি করছেন।

+
সুব্রত

সুব্রত সংঘের পুজো

শিলিগুড়ি: শিলিগুড়ির দুর্গাপুজোগুলির মধ্যে সুব্রত সংঘ অন্যতম। বিগত কয়েক বছর যাবত লাগাতার আকর্ষণীয় পুজো মন্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সংঘ। ব্যতিক্রম নয় এবারের তাদের দুর্গাপূজো। এবারে তাদের ৬৭তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজো। এবারের পুজোর বিশেষ আকর্ষণ “দৃষ্টিকোণ”। সুব্রত সংঘ তাদের ‘দৃষ্টিকোণ’ থিমে রেখেছে মর্ডান বডি আর্ট। মেদিনীপুরের তিন শিল্পী শুভেন্দু বিকাশ বেরা, সৈকত মাইতি এবং গোপাল মান্না দৃষ্টিকোণ থিমে মণ্ডপ তৈরি করছেন।
ক্লাব কর্তাদের কথায়, আমরা একেকটি জিনিসকে নানাভাবে দেখি। একই জিনিস কিন্তু ব্যক্তি বিশেষের দৃষ্টিকোণে তার অর্থ ভিন্ন। আমাদের প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে একই জিনিস ভিন্ন অর্থে ধরা পড়ে।
advertisement
advertisement
সেটা নিয়ে থিম দৃষ্টিকোণ। সেইমতো মর্ডান বডি আর্টের উপর এই মন্ডপ তৈরি হয়েছে। এখানে এলেই দেখতে পাবেন মহিলাদের বডি আর্টের মধ্যে ফুটে উঠছে ছবি। কোথাও দুটো মানব শরীরকে নিয়ে আঁকা ছবিতে রয়েছে ব্যাঙ, গিরগিটি। এছাড়াও মণ্ডপের সিলিংয়ে রয়েছে একটি গাছ। গ্লাসপেন্টিংয়ে পাতা তৈরি হয়েছে। গাছের চারদিকে রয়েছে শ’য়ে শ’য়ে রঙিন ব্যাঙের ছাতা। দুর্গা প্রতিমার পিছনে রয়েছে শ’য়ে শ’য়ে প্রজাপতি।
advertisement
পুজো ঘুরতে এসে সোনালী রায় বলেন,’প্রতিবছরই আমরা সুব্রত সংঘের পুজো দেখতে আসি । তাদের পুজো মণ্ডপে প্রতিবছরই নতুনত্বের ছোঁয়া থাকে, নতুন কিছু দেখব বলেই আসি এ বছরও দারুণ লাগছে তাদের এই মডার্ন আর্টের ওপর থিমটি। ‘অন্যদিকে দৃষ্টিভৌমিক বলে আলিপুরদুয়ার থেকে আগত এক দর্শনার্থী বলেন,’শিলিগুড়িতে এবার আমার প্রথম পুজো দেখা। দারুন মজা করছি । পরিবারের সকলকে নিয়ে পুজো দেখতে বেরিয়েছি । এই ক্লাবের থিম দারুন লাগছে । সত্যিই আমার দৃষ্টিভঙ্গি বদলেছে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2024: দর্শনার্থীদের মন কাড়ছে শিলিগুড়ির ক্লাবের পুজোর থিম 'দৃষ্টিকোণ'
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement